• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    ৩৯(বগুড়া -৪) কাহালু-নন্দীগ্রাম আসনে মশাল নয়, এবার নৌকার প্রার্থী চান তৃণমূল নেতাকর্মীরা

      প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ৬:০৭:৩৯ প্রিন্ট সংস্করণ

    কাউসার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র সাত মাস বার্কী থাকলেও ৩৯(বগুড়া -৪)কাহালু -নন্দীগ্রাম আসনে নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে।এই আসনে মশাল নয়, এবার নৌকার প্রার্থী চান আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। আপর দিকে কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্ত থাকলেও কৌশলে নির্বাচনের নিচ্ছে বিএনপি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা ব্যানার, ফেস্টুন টাগিয়ে ও বিভিন্ন সভা সমাবেশে নিজেদের প্রার্থীতা বিষয়টি জানান দিচ্ছেন। সাধারণ ভোটাদের মাঝিও এক প্রকার নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই আসনটি র্দীঘদিন বিএনপির দখলে থাকলেও ২০১৪ সালে নির্বাচনে মহাজোট জোট প্রার্থী হিসাবে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ কে এম রেজাউল করিম তানসেন জাতীয় পার্টির নুরুল আমিন বাচচু কে পরাজিত করে সংসদ সদস্য হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে নির্বাচনে আবার মহাজোট প্রার্থী হলেও বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন -এর নিকট পরাজিত হন। চলতি বছরের বিএনপির সকল সংসদ সদস্য পদত্যাগ করলে উপ-নির্বাচনে আলোচিত ও সমালোচিত মিডিয়া কর্মী আশরাফুল আলম ওরফে হিরো আলম কে পরাজিত করে আবার সংসদ সদস্য নির্বাচিত হন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ কে এম রেজাউল করিম তানসেন। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা জানান আসনটিতে শরিক দের ছেড়ে দেওয়ায় হতাস তৃণমূল নেতাকর্মী। এই আসনে আওয়ামী লীগ আগের থেকে এখন অনেক শক্তিশালী বলেন জানান কাহালু উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহেদুর রহমান জাহিদ। তারা দলীয় বিভিন্ন কর্মসুচি নিয়মিতভাবে পালন করছে। ওইসব কর্মসুচিতে দলের নেতাকর্মীদের অংশগ্রহণ করে পালন করে থাকেন। অপর দিকে বর্তমান সংসদ সদস্য মহাজোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন এমপি হিসাবে ক্ষমতায় থাকলেও এই আসনে নির্বাচন করার মতো সংগঠন তৈরি করতে পারে নাই বলে মনে করেন এলাকাবাসী। তাকে মাঝে মধ্য বিভিন্ন শিহ্মা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও উপজেলা পরিষদের মাসিক সভায় দেখা গেলেও অধিকংশ উন্নয়ন কর্মকান্ডের তার উপস্থিতি লক্ষ্য করা যাই না। এক কথায় ৩৯-(বগুড়া -৪) কাহালু -নন্দীগ্রাম আসনে অধিক অংশ ভোটারেরা তাকে এখনও এমপি হিসাবে চেনেন না। তাই এই আসনে আগে মত এমপির জনপ্রিয়তা নাই ও জাসদের সাংগঠনিক কর্মকান্ড নাই। এছাড়া কেন্দ্রীয় ভাবে কোন সিদ্ধান্ত না থাকলেও বিএনপি কৌশলে নির্বাচনী প্রস্তুুতি চালাচ্ছেন। তারা ইতিমধ্যে উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করেছেন। মাঝে মধ্যে দলীয় কর্মসুচি পালন করছেন। এই সব কর্মসুচিতে তৃণমূল নেতাকর্মীরা অংশ গ্রহণ করছেন। বিগত সময়ে এই আসনটি বিএমপির দলীয় এমপি থাকার কারণে বেশ কিছু উন্নয়ন কমর্কান্ড করেছেন । জামায়াতে ইসলামীর প্রকাশ্যে কোন কমকান্ড না থাকলেও তাদের বেশ প্রভাব রয়েছে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ করবে এবং কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তৈয়ব আলী কে মনোনয়ন দিয়ে মাঠে কাজ করছেন। ২০০৮ সালের পর এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা কোন প্রার্থী কে মনোনয়ন না দিয়ে মহাজোট থেকে জাসদ কে মনোনয়ন দেওয়ায় এলাকায় তেমন উন্নয়ন করতে পারে নাই বলে মনে করেন আওয়ামী লীগ নেতাকর্মীর দাবি। তারা বিভিন্ন সমস্যা নিজ দলীয় এমপি না থাকার কারণে অভিভাবকহীন ছিলেন। কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন বিগত দুইটি সংসদ নির্বাচনে মহাজোটের শরিক দলকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা অসন্তোষ রয়েছে। তাই এই আসনে তৃণমূল আওয়ামী লীগের মতামত ভিক্তিতে
    মশাল নয়। এবার আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী চান তারা। নির্বাচনে এখনো সাত মাস বার্কী থাকলেও সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীরা ব্যানার ফেস্টুন টাগিয়ে
    ও বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের তৎপরতা বেশ ও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি ও কাহালু পৌরসভা সাবেক মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনছুর রহমান মুন্নু,বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ এ এন এম আহছানুল হক, সাবেক ছাত্রনেতা ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুল করিম কল্লোল,কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এল এল বি, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ ইউনুস আলী । বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, ডাঃ মোঃ জিয়াউল হক মোল্লা বিএনপিনেতা এ্যাডঃ আব্দুর রাফি পান্না। জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, আব্দুস সালাম বাবু, জাসদ আম্বিয়া গ্রুপের গোলাম রাব্বানী ঠান্ডু। স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম, কামরুল হাসান জুয়েল সিদ্দিকী, গোলাম মোস্তফা, এ্যাডঃ ইলিয়াস আলী, মোশফিকুর রহমান কাজল উল্লেখযোগ্য প্রার্থীদের প্রচার করছে।

    আরও খবর

    Sponsered content