• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাইবান্ধায় কৃষি ব্যাংকে চুরি উদ্ধার প্রায় ১৩ লাখ টাকা

      প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ২:৩৮:৩৩ প্রিন্ট সংস্করণ

    মো:সৈকত জামান প্রিন্স, ফুলছড়ি-গাইবান্ধা:

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচা শহর শাখায় রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ওই ব্যাংকের দুই ব্যাংক কর্মকর্তা, নৈশ প্রহরীসহ ৬ জনকে।

    জানা যায়, গত বৃহস্পতিবার ( ২৬ মে) কোচার শহর কৃষি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শেষ করে চলে যান ব্যাংকের কর্মকর্তারা।
    গতকাল রবিবার (২৮ মে) সকালে জানতে পারেন ব্যাংকে চুরি হয়েছে। পরে ব্যাংকে এসে দেখেন সুকৌশলে ব্যাংকের গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করে ভোল্টের তালা খুলে সেখানে থাকা প্রায় ১৪ লাখ ১৮ হাজার ৬শ ৬০ টাকা চুরে হয়ে গেছে । ব্যাংকের পাশের একটি রুমে হাত-পা বেঁধে রাখা হয়েছে নৈশ প্রহরীকে। খবর পেয়ে ব্যাংকে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    কোচার শহর কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার জেসমিন আক্তার জানান, সকালে নৈশ্য প্রহরীকে হাত পা বাধা অবস্থায় পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে ব্যাংকের লকার দেখেন টাকা নেই।

    গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন আজ সোমবার দুপুরে (২৯ মে) ব্যাংক চুরির সার্বিক দিক নিয়ে গোবিন্দগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলন করেন।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ গিয়ে নৈশ প্রহরীকে উদ্ধার করে। পরে সার্বিক কর্মকাণ্ডে সন্দেহ হলে ওই নৈশ প্রহরী গোলাম হোসেন জুয়েল, দুই ফিল্ড কর্মকর্তা সহ ৬ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ভর অভিযানে নৈশ প্রহরী জুয়েলের বাড়ি ও ব্যাংকের পরিত্যক্রম রুম থেকে মোট ১২ লাখ ৬৫ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়।

    ব্যাংকে কোন সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সুকৌশলে চুরিটি সংঘটিত হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content