• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    হবিগঞ্জ থেকে শিশু উদ্ধার, অপহরণকারি গ্রেফতার

      প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ১০:০৫:২১ প্রিন্ট সংস্করণ

    নোমান আহমদ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ-

    সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া ১৪ মাসের শিশু শাহ জাহানকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

    এ ঘটনায় পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মমতা বেগম (৪৫) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে। তিনি নবীগঞ্জ থানাধীন সর্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

    পুলিশ জানায়, অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর নামের এক ব্যক্তি নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভিকটিম শাহ জাহানকে অপহরণ করার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে সে নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ভিকটিমের পিতার বাড়িতে অবস্থান নেয়। প্রায় ২০ দিন ভিকটিমের পিতার বাড়িতে অবস্থান করে আসামি জাফর অপহরণের সুযোগ খোঁজতে থাকে। এরই প্রেক্ষিতে গত ২৭ মে আসামি জাফর ভিকটিমকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জের মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায়।

    এদিকে, শিশুটির পরিবার শিশুসহ কাজের ছেলে জাফর বাসা থেকে উধাও হওয়ায় শিশুটিকে না পেয়ে মা-বাবা দিশেহারা হয়ে উঠেন।পরে শিশুটির পরিবার গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রযুক্তির সহায়তায় জাফর মিয়া নবীগঞ্জে তার অবস্থান জানতে পারে। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ সেলিম। তিনি জানান, ১৫ হাজার টাকা শিশু বিক্রি করা পর পুলিশ প্রযুক্তির সহযোগীতায় শিশুটিকে উদ্ধার ও অপহরণের অভিযোগে মমতা নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জানান, কল লিস্টের সূত্র ধরে জাফর মিয়ার স্বজনদের নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।পলাতক আসামি জাফরকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

    আরও খবর

    Sponsered content