• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ির গুইমারাতে ইউএনডিপি’র ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ৩:০০:২৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতের জন্যে এলাকার মানুষের মধ্যে সহনশীলতা বাড়াতে জাতি ধর্ম ও সংস্কৃতি ভেদে আচরণের পরিবর্তন আনতে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের লক্ষে ইউএনডিপি (এলভিএমএফ) গুইমারা উপজেলা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে।

    ৩ অক্টোবর-২০২৩ মঙ্গলবার সকালে গুইমারা উপজেলা পরিষদের হলরুমে ইউএনডিপির উদ্যোগে উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমার সঞ্চালনায় ও গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন করেন প্রধান অতিথি হিসেবে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

    উদ্ধোধনী সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, ইউএনডিপি’র উদ্যোগে গঠিত স্থানীয় স্বেচ্ছাসেব মধ্যস্থতা ফোরামের কমিটি এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা মানুষের মাঝে আস্থা ও পারস্পরিক বিশ্বাস স্থাপনে ভূমিকা পালন করবে। এ ব্যাপারে উপজেলা পরিষদ ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

    এ সময় আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ও গুইমারা উপজেলা স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতা ফোরামের সভাপতি ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

    আরও খবর

    Sponsered content