• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    ধর্মপাশার জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ২:১৮:১০ প্রিন্ট সংস্করণ

    বাঁধন সরকার নিজস্ব প্রতিবেদক :

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জয়শ্রী বাজারের লেগুনা স্ট্যান্ডে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষজন অংশ নেয়। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন, বক্তারা বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বাহার, সাবেক সদস্য আবদুল কাইয়ুম, ছাত্র অভিভাবক গোলাম মৌলা,তৌহিদ হোসেন,জয়শ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহীদুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন,উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফি খুবই কম। কিন্তু এই বিদ্যালয়টিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র ছাত্রীদের ষান্নাষিক পরীক্ষার পরীক্ষা ফি বাবদ ৩০০টাকা ও অষ্টম,নবম ও দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের কাছ থেকে এ বাবদ ৫০০টাকা করে আদায় করা হয়েছে।
    এই বিদ্যালয়টিতে সম্প্রতি প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ পছন্দের প্রার্থী নিয়োগ দিয়ে এ বাবদ ৫লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে। এ ছাড়া চলতি বছরের ৮জানুয়ারি বিদ্যালয়ের তহবিল থেকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দুজন অভিভাবক সদস্য ৫০হাজার টাকা ধার নিলেও এখনো তারা এই টাকা পরিশোধ করেননি। তাই এ ধরণের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বক্তারা জোর দাবি জানান। জয়শ্রী উচ্চ বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সূরাইয়া সূলতানার মোবাইলে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ বলেন, আমি এই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এই বিদ্যালয়ের অনেক অনিয়ম দুর্নীতি বন্ধ করেছি। স্থানীয় একটি মহল বিদ্যালয়টির সুনাম ক্ষুন্ন করার জন্য মানববন্ধন করে মিথ্যা বদনাম রটাচ্ছে। বিদ্যালয়ের যে কোনো সমস্যা হলে তা আলাপ আলোচনা করে নিরসন করা যেতে পারে। পরীক্ষার ফি অতিরিক্ত নেওয়া হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।
    ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ের কোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে তা তদন্ত করে দেখা হবে।

    আরও খবর

    Sponsered content