• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    অনলাইন জুয়াড়ী এবং ৭০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ১০:৫১:১৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে মুক্তাগাছা থানাধীন নাপিতখোলা অবস্থানকালে ১৪/৬/২০২৩খ্রিঃ তারিখ ২১.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মধ্যহিস্যা সিদ্দিক হোসেনের বাড়ির ভাড়াটিয়া কতিপয় ব্যাক্তি তাদের ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় ফোর্সসহ ১৪/৬/২০২৩ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকার সময় মধ্যহিস্যা সিদ্দিক হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে তার বাড়ীর নিচতলার ভাড়াটিয়া ১।মোঃ হুমায়ুন কবির(২২), পিতা-মোঃ মোজাম্মেল হক(চানু), মাতা-হেলেনা খাতুন ২। আমিনুল ইসলাম বুলবুল(২১), পিতা-মোঃ আদম আলী, মাতা-আসমা খাতুন ৩। সাকিব হাসান(২০), পিতা-মৃত: রমজান আলী, মাতা- শাহানা বেগম, সর্ব এপি মধ্যহিস্যা সিদ্দিক হোসেনের বাড়ির ভাড়াটিয়াদের গ্রেফতার করে এবং তাদের রুম তল্লাশি করে তাদের ব্যবহৃত ০২টি ল্যাপটপ, ০৪টি মোবাইল ফোন, ০২টি কম্পিউটার জব্দ করা হয়। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অনলাইনে জুয়া খেলার পর্যাপ্ত প্রমান পাওয়া যায়নি। কিন্তু আসামীদের মোবাইল ফোন ও ল্যাপটপে অনলাইন জুয়া খেলা পরিচালনা করার winx365 এজেন্ট একাউন্ট ও 7Wicket একাউন্ট পাওয়া যায়। যেহেতু ০১নং অভিযুক্ত বিরাশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অন্য দিকে তার স্ত্রী অন্তঃসত্ত্বা ও অসুস্থ এবং ০২ নং অভিযুক্ত শহিদ স্মৃতি কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র বিধায় মানবিক দিক বিবেচনায় এনে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাদের নিজ নিজ অভিভাবকের নিকট জব্দকৃত মালামালসহ শর্ত সাপেক্ষে জামিন মূলে জিম্মায় প্রদান করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি সাধারন ডাইরী করা হয় (যাহার নং-৭৩৬, তারিখ-১৫/৬/২০২৩খ্রিঃ)।

    ২ এপিবিএন এর অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার সিসি নং- ৩৮/২৩, জিডি নং-৫৮/২৩ তারিখ-১৫/৬/২০২৩ খ্রিঃ মূলে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন আছিম পাটুলী বাজার এলাকায় অবস্থানকালে ইং ১৫/৬/২০২৩ তারিখ ২০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফুলবাড়িয়া থানাধীন হুরবাড়ী আরফানের মোড়ে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৫/৬/২০২৩ তারিখ ২০.২০ ঘটিকায় ফুলবাড়ীয়া থানাধীন হুরবাড়ীয়া আরফানের মোড়স্থ মোঃ মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্থার উপর পৌছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ রিয়াজুল ইসলাম (৪২), পিতা-মৃত আঃ হক, মাতা-হাজেরা খাতুন, সাং-আছিম গোপালপুর, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহকে তার ডান হাতে থাকা প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো সর্বমোট ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা নং ১৫ তারিখ- ১৬/০৬/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) রুজু করা হয় ।

    আরও খবর

    Sponsered content