• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    শাজাহানপুরে ৭ বছর আগের মোড়কে নকল চিপস,জরিমানা ৬০ হাজার টাকা

      প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ১:৩৫:৫৬ প্রিন্ট সংস্করণ

    রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি:

    বগুড়া জেলার শাজাহানপুরে অনুমোদনহীন কারখানায় চিপস তৈরি ও ৭ বছর আগে মেয়াদোত্তীর্ণের তারিখ দেয়া প্যাকেট ব্যবহার করায় একটি প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    রবিবার (১১ জুন) দুপুরে বেজোড়া হিন্দুপাড়ায় ওই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। ওই সময় প্রতিষ্ঠানের মালিক ইমরান আলমকে জরিমানা করা হয়। এছাড়া উৎপাদন করা প্রায় পাঁচ হাজার চিপসভর্তি প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    দণ্ডিত ইমরান আলম ওই এলাকার বাসিন্দা। তার মালিকানাধীন ওমর ফারুখ চিপস কারখানায় ডিংডং নামে নকল চিপস তৈরি ও বাজারজাত করতেন তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ দেয়া আছে ১৫ জানুয়ারি ২০১৬। ঠিকানা দেয়া আছে টাঙ্গাইলের মধুপুর। ওমর ফারুখ কারখানার কাগজপত্র দেখে জানা যায়, ডিংডং নামে কোনো চিপস তৈরির অনুমোদন প্রতিষ্ঠানটির নেই। এ ছাড়া তারা অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করছিলেন।

    কারখানার মালিক ইমরান আলম বলেন, কয়েক দিন আগে ঢাকা থেকে ১৫০ কেজি চিপসের ফয়েল প্যাকেট কিনি। সেখানে এই প্যাকেট দেয়া হয়। আগে কখনো এ ধরনের কাজ করিনি।

    ভোক্তা অধিকারের কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী বলেন, পরবর্তী সময়ে একই অপরাধ পেলে সিলগালা করা হবে। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় চিপসের প্যাকেটে খেলনা না দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content