• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে দীঘিনালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ৪:০৫:২২ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে সকাল ১১.০০ টায় সময় দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১২ জুন-২০২৩ সোমবার সকাল ১১ টায় দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ আরাফাতুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিঘীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. আবুল কাশেম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার প্রমূখ।

    অনুষ্ঠানে দিঘীনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সীমা দেওয়ান, দিঘীনালা থানার ওসি (তদন্ত) সহ দীঘিনালা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, হেডম্যান, ইউপি চেয়ারম্যান ও মেম্বার, কার্বারী, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধির শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক স্বাগত বক্তব্য ও মূল কনসেপ্ট উপস্থাপন করেন, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী ।

    মতবিনিময় সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি ভিত্তি (১) স্মার্ট সিটিজেন, (২) স্মার্ট গভর্নমেন্ট, (৩) স্মার্ট ইকোনমিক এবং (৪) স্মার্ট সোসাইটি সম্পর্কে মতবিনিময় করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি-বেসরকারি দপ্তরের স্মার্ট সেবা চালু ও প্রকল্প গ্রহণের অনুরোধ জানান। বক্তারা স্মার্ট সেবা গ্রহণে জনগণ যাতে উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

    আরও খবর

    Sponsered content