• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    ভারতে প্রশিক্ষণরত অবস্থায় বাউফলের ইউএনও’র মৃত্যু

      প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ২:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ

    বরগুনা, আমতলী প্রতিনিধিঃ মোঃ তাজুল ইসলাম (তিঠু)

    পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল আমিন (৪২) বি.সি.এস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ময়মনসিংহ জেলার শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। জনাব মোঃ আল আমিন ১১জুন, ২০২৩ তারিখ বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১২ টায় ভারতের উত্তরখন্ড প্রদেশের দেরাদুনের মুসৌরিতে৷ ১০ম মিড ক্যারিয়ার প্রশিক্ষণে প্রশিক্ষণকালে ইন্তেকাল করেন।

    মিড ক্যারিয়ার প্রশিক্ষণ নিতে গত ৬ জুন দেশের বিভিন্ন প্রান্তের বেশিরভাগ উপজেলা নির্বাহী অফিসার (একসাথে ৪৫ জন) ভারতে গিয়েছিলেন। ভারতের উত্তরখণ্ড প্রদেশের মুসৌরি নামক এক পাহাড়ি জনপদ যেখানে তাদের ন্যাশনাল এডমিনিস্ট্রেশন একাডেমি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উচ্চতা।প্রথম দিন থেকেই যে কয়েকজন খাবার নিয়ে স্ট্রাগল করছিলো তার মধ্যে ইউএনও মোঃ আল আমিন তাদের মাঝে অন্যতম। ১১ জুন ভোর বেলায় অফিসাররা মুসৌরি ছেড়ে দেরাদুন-মুজাফফারবাদ হয়ে দিল্লি যাব। সকালে চেক আউট করে আমরা প্রায় ৭০০০ ফুট উচ্চতা দিয়ে মুসৌরি থেকে ঢানাউল্টি যাচ্ছিলো, পথে ইউএনও মোঃ আল আমিন হটাৎ বমি করে, কিছুটা সামলে নিয়ে সিট চেঞ্জ করে নিজ থেকেই ফ্রন্ট সিটে বসেন, সিটের সাথে মাথা হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সবাই ভেবেছিলো ইউএনও মোঃ আল আমিন দ্রুত ঠিক হয়ে যাবেন। কিন্ত তাদের সবাইকে বুঝতে না দিয়ে নীরবে চলে গেলেন। কোন ফাঁকে যে ইউএনও মোঃ আল আমিন এর হৃদযন্ত্র থেমে গেছে, সহযাত্রীগণ বুঝতেই পারেননি। গন্তব্যে পৌঁছানোর পরে তারা বুঝতে পারেন।
    ২০২১ সালের ৩১ অক্টোবর ইউএনও হিসেবে তিনি বাউফলে যোগদান করেন। তার গ্রামের বাড়ী বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা ইউনিয়নের চুনাখালী গ্রামে। তিনি দুই কন্যা সন্তানের জনক। স্ত্রী বুশরা ইসলাম সন্তানদের নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন। সদালাপী,মিষ্টভাষী, গতিশীল কর্মনিষ্ঠ এই কর্মকর্তার অকাল মৃত্যুর খবরে জেলা ও উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনগন শোকাহত।

    আরও খবর

    Sponsered content