• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    শায়েখে চরমোনাই এর উপর হামলার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে যুব আন্দোলনের বিক্ষোভ

      প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ২:২৮:০৬ প্রিন্ট সংস্করণ

    এস এম মনিরুজ্জামান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সোমবার (১২ জুন) বাদ আছর ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা এস এম মনিরুজ্জামান, সহ-সভাপতি এইচ এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক মুসলেম উদ্দিন আনছারী ও জাতীয় ওলামা মাশায়েখ আইয়‍্যামা পরিষদের উপজেলা শাখার সভাপতি মুফতি জিয়াউল হক প্রমুখ।
    সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

    উল্লেখ্য যে ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে যান ফয়জুল করিম। সেখান থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি মেয়রপ্রার্থীর ওপর অতর্কিতভাবে হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।
    কর্মসূচি ঘোষণাঃ এই ঘটনাসহ আরো কি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেন। সেই সাথে ব্যর্থ ও অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন এবং আগামী শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

    আরও খবর

    Sponsered content