• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দূর্গাপুরে হাতেম আলী নামে এক কৃষক পানবরে গলায় রশি বেঁধে আত্মহত্যা

      প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ১:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ

    মো: জাহাঙ্গীর আলম রাজশাহী, প্রতিনিধি

    রাজশাহীর দুর্গাপুরে হাতেম আলী (৫০) নামে এক কৃষক গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের পানবরজে এ ঘটনা ঘটে। হাতেম উপজেলার পারিলা গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নয়ন হোসেন। থানার পরিদর্শক নয়ন বলেন, পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতেম আলী একজন পানচাষি ছিলেন। তার নিজের ও লিজ নেওয়া দুই বিঘা জমিতে পানবরজ আছে। কিছুদিন থেকেই তার পানবরজে পচন রোগ দেখা দেয়। এতে তার পানবরজ মোড়ক রোগে প্রায় সাবাড় হয়ে যায়। এ নিয়ে তিনি হতাশা ও মানসিকভাবে ভেঙে পড়েন। এর জেড় ধরেই তিনি আজ সকালে তার নিজ পানবরজে গিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন, হাতেমের দুই ছেলে ও এক মেয়ে। পানচাষে তাদের পরিবার স্বাবলম্বী ছিল। হঠাৎ পানবরজ পচন রোগে মরে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। আজ ভোরে তার দুই ছেলেকে পান ভাঙতে ডেকে তিনি বরজে চলে যান। পরে সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন তাকে বরজের সঙ্গে গলায় রশি বেঁধে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় থানা পুলিশে খবর দেওয়া হয়। পরিবার ও কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

    আরও খবর

    Sponsered content