• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

      প্রতিনিধি ১৭ জুন ২০২৩ , ৫:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক ব্যুর প্রধান  রাজশাহী

    গ্রেফতারকৃত আসামি মো: শাহাবুল (২৪) ও মো: ওয়াসিম আলী (৩৪)। শাহাবুল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর টুলটুলিপাড়ার মো: রেজাউলের ছেলে এবং ওয়াসিম আলী একই থানার কাঁঠালবাড়ীয়া নতুন হারুপুরের মৃত সমিরুদ্দিনের ছেলে।

    ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ই জুন ২০২৩ খ্রিষ্টাব্দ রাতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভুষন ব্যানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারে তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহা: মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মীর আরমান হোসেন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া এলাকায় দুইজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

    উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওই টিম রাত ১:১৫ টায় কাঁঠালবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহাবুল ও ওয়াসিম আলীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content