• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    গাইবান্ধায় বাকশিসের বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি প্রদান

      প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ১:৪৬:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

    বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সংগঠন -(বাকশিস) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বেসরকারী শিক্ষা ব‍্যবস্হা জাতীয় করণ,সরকারী চাকুরী জীবিদের ন‍্যায় বাড়ি ভাড়া, শত উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও অবসর গ্রহনের ৩ মাসের মধ্যে অবসর ও কল‍্যানের টাকা প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ মে) গাইবান্ধা জেলা শহরের আসাদুজ্জামান সরকারি মহিলা কলেজ গেটের সামনে সড়কে ঘন্টাব‍্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তৃতারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী উদ্দেশ্যে বলেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক সমাজের ন‍্যায়সঙ্গত দাবি আদায়ে রাজপথে নামতে হবে না। শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরীকরণ,কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ইতিবাচক কার্যক্রম গ্রহণ করবেন কিন্তু দু:খজনক হলেও সত‍্য আজও তা বাস্তবায়িত হয়নি।

    এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাকশিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত অধ‍্যক্ষ একরামুল হক খান, সাধারন সম্পাদক রাহেন শফিউল্লা, সদর উপজেলার সভাপতি অধ‍্যক্ষ আব্দুল কাদের, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি এ এইচ এম আহসান হাবীব, সাদুল্ল‍্যাপুর উপজেলার সভাপতি অধ‍্যক্ষ নজরুল ইসলাম,পলাশবাড়ি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি অধ‍্যক্ষ রাসেল আহমেদ, সুন্দরগঞ্জ উপজেলার সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সাঘাটা উপজেলার সভাপতি উপাধ্যক্ষ মমিতুল হক নয়ন, ফুলছড়ি উপজেলার সভাপতি অধ‍্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকন, প্রভাষক শফিউল আলমসহ জেলা সম্পাদক মন্ডলীর সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ। বাকশিসের বক্তৃতারা বলেন, অবিলম্বে বে-সরকারী শিক্ষা ব‍্যবস্হা জাতীয় করণের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী দীপু মনির হস্তক্ষেপ কামনা করেন।

    এরপরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অলিউর রহমানের হাতে স্বারকলিপি প্রদান করেন জেলা বাকশিসের নেত্রীবৃন্দ।

    আরও খবর

    Sponsered content