• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    মনিরামপুরে স্কুলে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেয়া ব্যক্তিদের নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পালন

      প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৫:৪০:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের মণিরামপুরে বি ,এইচ,এম,এস নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪০ লক্ষ টাকায় নিয়োগ বানিজ্যের অভিযোগে। ১৫ নং কুলটিয়া ইউনিয়নের বি,এইচ এম এস নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘুষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪র্থ শ্রেনীর ৩ কর্মচারীর নিয়োগ বাতিলের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়। শনিবার ১৭- ই জুন বিকাল সাড়ে ৪ টায় সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও নিয়োগ বানিজ্যের অভিযোগে এই মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে অভিভাবকগণ অভিযোগ করে বলেন, অত্র বিদ্যালয়ে ৩টি পদে প্রধান শিক্ষক সমিতব বিশ্বাস, সহকারী শিক্ষক অজিত মন্ডল ও সভাপতি হেমন্ত কুমার বৈরাগীর বিরুদ্ধে ঘুষ নিয়ে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রাপ্ত ৪র্থ শ্রেনীর কর্মচারী হিসাবে ৩ জনকে অফিস সহকারী , নৈশ প্রহরী ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ করা হয়।
    স্থানীয় ইউপি সদস্য বিদ্যুৎ বৈরাগী ও এলাকাবাসী জানান- ২৪ শে জানুয়ারী ৩ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ করা হয়। অনুমানিক ৪০ লক্ষ টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রামবাসীর দাবী না মানায় ২৬ জানুয়ারী জেলা প্রসাশক ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এলাকাবাসীরা লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের কার্যকরী পদক্ষেপ সংশ্লিষ্ট কতৃপক্ষ গ্রহন না করায় আজকের এই মানববন্ধন করেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রামবাসীর আকুল আবেদন এই নিয়োগ বাতিল করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী এই ঘুষের মাধ্যমে নিয়োগ বাতিল করা হোক। মানববন্ধনে গ্রামবাসী আরো জানান- বিভিন্ন দপ্তরে অভিযোগ করার কারণে ইউপি সদস্য বিদ্যুৎ বৈরাগীর স্ত্রী অর্পনা বিশ্বাসকে স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে হেনস্তা করা হচ্ছে। খারাপ আচরণ অব্যাহত থাকায় হরিচাদ বৈরাগী স্কুলে গিয়ে প্রতিবাদ জানানোর পরে তাদের মানুষিক নির্যাতন করা বা খারাপ উক্তি করা বন্ধ হয়নি।
    এছাড়াও নৈশ প্রহরী পদে যাকে চাকরী দেওয়া হয়েছে প্রনব বিশ্বাস এই পর্যন্ত রাতে ডিউটি করেন না এমনকি রাতে আলো জ্বালানো থাকে না,এবং স্কুলের সামনে গাজাখোরদের আড্ডা হয়। এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ভুক্তভোগীদের পক্ষে ইতিমধ্যে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করার পাশাপাশি মানববন্ধন করেছি এবং নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চললাম থাকবে। উল্লেখ এর আগে গত ২৯ এপ্রিল ২০২৩ ইং তারুখে ঐ স্কুলে নিয়োগ বানিজ্যের বিষয়ে জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান, এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী দাবি করে বলেন জরুরি এই স্কুলে দুর্নীতির মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ বাতিল করার উদ্যোগ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আহবান জানিয়েছেন এলাকাবাসী। ঐ মানববন্ধনে প্রাই দু’শ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content