• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ১০:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ির মানিকছড়িতে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন-২০২৩ সোমবার সকাল ১০ টায় “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।ইফা’র মানিকছড়ি উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. ওযাইরের সভাপতিত্বে ও মো. মঈনুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ইমাম ও ওলামা সমিতির সভাপতি, মাওলানা আব্দুল মজিদ নিজামী ও মাওলানা মো. জসিম উদ্দিন। এ সময় ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দিয়ে বক্তারা বলেন, “মানুষ হিসেবে মানুষকে সামাজিকতা, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ, নারীর প্রতিসহিংসতা, ভিন্ন ধর্মের প্রতি অবমাননাসহ নানাবিধ সামাজিক সমস্যার কুফল বিষয়ে জনগণকে সচেতন করতে হবে”। কর্মশালা উপজেলার বিভিন্ন মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রে কর্মরত অর্ধ শতাধিক ইমাম, খতিব ও আলেম ওলামা অংশ নেন।

    আরও খবর

    Sponsered content