• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    শাল্লায় পানির স্রোতে পড়ে দুই সন্তানসহ মা নিখোঁজ

      প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ৩:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ

    শাল্লা প্রতিনিধ:

    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আসার পথে পানির স্রোতে তলিয়ে গিয়ে দুই সন্তানসহ মা নিখোঁজের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিখোঁজ হওয়া ব্যাক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছে উপজেলা প্রশাসন।প্রত্যক্ষদর্শী ডোমরা গ্রামের সুব্রত দাস জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রঘুনাথপুর গ্রামের দিক থেকে এক মহিলা দুটি বাচ্চা নিয়ে শাল্লা ব্রীজে আসার চেষ্টা করে। ব্রীজের নিচে বাহাড়া রাস্তায় দিয়ে হাওরে পানি প্রবেশ করে। এদিকে স্রোতের বেগ অনেক বেশি। এই মহিলা ৪ বছরের একটি ছেলে ও ৮ বছরের একজন মেয়েকে নিয়ে কোমর পানি ভেঙ্গে ব্রীজে আসার চেষ্ঠা করে। এসময় স্রোতের ধাক্কায় তিনজনই দাড়াইন নদীতে তলিয়ে যায়। অনেক চেষ্ঠা করে তাদের রক্ষা করতে পারলাম না।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, দাড়াইন নদীতে দুই বাচ্চাসহ মা নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শী সুব্রত দাসের তথ্যমতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে খবর পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content