• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    সাংবিধানিক পথে নির্বাচনে এলে বিএনপিকে শুভেচ্ছা: মোজাম্মেল হক

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ১০:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়া বিএনপি ধ্বংসাত্মক কাজ রেখে সাংবিধানিক পথে নির্বাচনে এলে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লাহ শহীদ (রহ.) এর মাজার শরিফ জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী বলেন, বিশিষ্ট নাগরিকরা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারা শুধু উপদেশই দিচ্ছেন।বিএনপি যদি নির্বাচন কমিশনকে বলে আমাদের কিছু সময় দেন, নির্বাচন কমিশন অবশ্যই বিবেচনা করবে। সেখানে সরকারের কোনো ভূমিকা নেই।
    তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কারণ এই সরকার ২৮ জানুয়ারির পর অবৈধ হয়ে যাবে।কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচন হতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, নির্বাচন সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের অধীনে হয়। সরকার সেখানে প্রশাসনিক সর্বাত্মক সাপোর্ট দেয়। আপনারা নিশ্চয়ই জানেন, এসপি বলেন, ডিসি বলেন, সমস্ত কর্মকর্তা প্রধানমন্ত্রীর অধীনে বা সরকারের অধীনে নয়, তারা নির্বাচন কমিশনের অধীনে চলে যায়।তিনি আরও বলেন, বিএনপির যদি কোনো বক্তব্য থাকে তারা নির্বাচন কমিশনের কাছে বলতে পারে। এখানে সরকারের কোনো আপত্তি নেই। কেউ যদি আসতে চায় আমরা সব সময় অভিনন্দন জানিয়েছি, এখনো অভিনন্দন জানাবো। তবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। এর আগে মন্ত্রী মাজার শরিফে এলে তাকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাহার মালদার, খড়মপুর মাজার শরিফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content