• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    মোহনগঞ্জ বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়াহেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

      মেহেদী হাসান মারাজ, মোহনগঞ্জ প্রতিনিধি: ১৮ মার্চ ২০২৩ , ৩:২২:৪৩ প্রিন্ট সংস্করণ

    নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়াহেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) মোহনগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জের দুই নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহীদ ইকবাল এবং মোহনগঞ্জ পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতন উপস্থিতিতে উক্ত খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব সাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা ভূমি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা আকন্দ, সাবেক জেলা পরিষদের প্যানেল মেয়র আব্দুল হান্নান রতনসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্ববৃন্দ, যুবলীগের নেতৃত্ববৃন্দ,ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ, সেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃত্ব বৃন্দ।
    এ সময় খেলায় বক্তারা বলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ- শহীদ ইকবালের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়াহেদ নামে টুর্নামেন্ট খেলায় মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির আহমেদ আকঞ্জি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সময়ে খেলাধুলাই পারে যুব সমাজে মানসিক বিকাশে ভুমিকা রাখবে। মাদক , ইভটিজিংগের মত সমাজ বিরোধী কাজ থেকে বিরত রাখতে।
    উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ- শহীদ ইকবাল বলেন, বর্তমান সরকার, ক্রিয়াবান্ধব সরকার, শারীরিক সুস্থতায় শারীরিক ব্যায়াম, ও খেলাধুলার কোনো বিকল্প নেই।
    ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত বলেন, খেলাধুলা আমাদের মধ্যে থেকে যেন হারিয়ে না যায়, সেজন্য আমাদের বর্তমান যুব সমাজকে খেলাধুলা প্রতি মনোযোগ বাড়াতে হবে,পরে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

    আরও খবর

    Sponsered content