• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাইবান্ধায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

      প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৪:০৬:০৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমজাদ শেখ (৫০) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২০ জুন) সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামে এঘটনাটি ঘটে।নিহত আমজাদ শেখ(৫০) নামের ব্যক্তি সে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের খুঁজি শেখের ছেলে। স্বজনরা জানান, আমজাদ শেখ(৫০) নামের ব্যক্তি সে স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করছিলেন। কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন তিনি। সোমবার (১৯ জুন) রাতের খাবার খেয়ে নিখোঁজ হন আমজাদ শেখ(৫০) নামের ওই ব্যক্তি।

    অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার (২০জুন) ভোরের দিকে তার নিজ বাড়ির রান্না ঘরে গলায় রশি লাগানো অবস্থায় আমজাদ শেখ (৫০) নামের ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় তার স্বজনরা।

    স্বজনরা আরও জানান, আমজাদ শেখ সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগতেছিলেন। এ কারণেই একপর্যায়ে সবার অজান্তে রান্না ঘরে গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করে।

    এবিষয়ে ইউপি সদস্য মাহাবুব রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় আমজাদের লাশ দেখতে পান তারা। তবে ঝুলন্ত অবস্থায় নিহতের পায়ের আঙুল মাটিতে লাগানো অবস্থায় ছিল। এই মৃত্যুকে ঘিরে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন।

    এবিষয়ে নিশ্চিত করেছেন, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান বলেন, খরব পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

    আরও খবর

    Sponsered content