• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    সাংবাদিক নাদিমের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

      প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৯:০৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাসুম হোসেন অন্ত, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌরএলাকার প্রানকেন্দ্র মনিরামপুর বাজারে প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন পালিত হয়।

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, এম এ জাফর লিটন, ওমর ফারুক, ফারুক হাসান কাহার, রাসেল সরকার প্রমুখ।

    বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার করলেই চলবে না। অবিলম্বে সাংবাদিক নাদিমের খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

    বক্তারা আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ২০১৭ সনে শাহজাদপুরে সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও অদ্যবধি শিমূল হত্যার বিচার শুরু হয়নি। মানববন্ধন থেকে বক্তরা অবিলম্বে সাংবাদিক নাদিম ও শিমুল সহ দূর্বৃত্তদের হাতে খুন হওয়া সকল সাংবাদিকের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, দূর্ণীতি ও নারী কেলেংকারী সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দলবল সাংবাদিক নাদিমকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরদিন বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।

    আরও খবর

    Sponsered content