• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৬:৩৬:২১ প্রিন্ট সংস্করণ

    ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:

    বিএনপি-যুবদল-ছাত্রদল কর্তৃক চট্টগ্রাম শহরে জামালখান এলাকায় মহান স্বাধীনতার ইতিহাস সম্বলিত ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন মুক্তিযুদ্ধ কামান্ড কাউন্সিল পার্বত্য জেলা বান্দরবানের লামায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। (২১ জুন) বুধবার সকাল সাড়ে ১০টায় লামা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, বান্দরবান জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।

    এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মো. জহিরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ।লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় প্রতিবাদ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা, পৌর শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ মানববন্ধন থেকে তাঁরা বলেন, যে মুহুর্তেই দেশ উন্নত সমৃদ্ধ হয়ে বিশ্ব দরবারে রোল মডেলে রুপ নিয়েছে, সেই মুহুর্তে দেশ ও স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে চলছেন।

    বক্তারা বলেন, গত (১৪ জুন) যুবদলের সমাবেশে যাওয়ার সময় তাদের উগ্র কর্মীদের এ ধরনের হামলা চরম ধৃষ্টতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান প্রদর্শন, যা পুরো জাতিকে হতভম্ব ও ব্যথিত করেছে। এ ধরনের হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। জাতির পিতার ম্যুরাল ভাঙচুর কেবল স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধীরাই করতে পারে।

     

    আরও খবর

    Sponsered content