• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঐক্য পরিবারের আবেদনে ঈদগাঁওতে থ্যালাসেমিয়া পরীক্ষা ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন রোগীরা

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ১:৪১:৫৪ প্রিন্ট সংস্করণ

    ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

    সামাজিক প্লাটফর্ম ঐক্য পরিবার আবেদনের প্রেক্ষিতে ঈদগাঁওতে এবার থ্যালাসেমিয়া রোগের পরীক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে সুবিধা পাচ্ছে রোগীরা।

    কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য থ্যালাসেমিয়া রোগী রয়েছে। এসব রোগীকে প্রতিমাস অন্তর অন্তর রক্তও দিতে হচ্ছে। এটি একটি জটিল প্রক্রিয়া। রক্তের ক্ষেত্রে নানা পরীক্ষা নিরিক্ষায় বেশি অর্থের ভোগান্তিতে পড়েন রোগীরা। যা বহু অসহায় ও অসচ্চল পরিবারের লোকজন জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।

    মানবিক দিক বিবেচনা করে এবার এলাকার অসহায় রোগীদের সহায়তার হাত বাড়াতে ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার, মেডিকেল সেন্টার ও আধুনিক হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীর পরীক্ষার ক্ষেত্রে অর্ধেক ডিসকাউন্ট চেয়ে আবেদন করলে তা মেনে নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আবেদনের প্রেক্ষিতে ডিসকাউন্টের সুবিধা উল্লেখ করে হাসপাতালে নিয়োজিত দায়িত্বশীলরা। যাতে বৃহত্তর এলাকার রক্ষশূন্যতা রোগের পরিক্ষার ফি:ক্ষেত্রেই ডিসকাউন্টের সুবিধা পাচ্ছেন ভোক্তভোগী পরিবার।

    মানবিক কাজে হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে আসায় অভিবাদনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐক্য পরিবারের এডমিন যথাক্রমে তারা হলেন ঈদগাঁও ভিলেজ ডক্টর ফোরাম সহ সভাপতি রেহেনা নোমান কাজল, ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর ও ডিসি ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিন মাহী।

    ঐক্য পরিবারের দায়িত্বশীলরা জানান, এটি একটি মানবিকতার পাশাপাশি চমৎকার উদ্যোগ। রোগীর পাশে অবস্থান নেওয়ায় ধন্যবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। রোগীর পরিবার পরীক্ষার ক্ষেত্রে হলে ও অন্তত কিছু টাকা ছাড় পেল।
    উপজেলায় ছড়িয়ে ছিড়িয়ে থাকা রক্তশূন্যতা রোগীদের তালিকাও করেছেন ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

    আরও খবর

    Sponsered content