• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রামগড়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

      প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৯:২৪:০৮ প্রিন্ট সংস্করণ

    মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

    শত সংগ্রামে অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, উন্নয়ন ও অর্জনের গৌরবদীপ্ত মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩শে জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যদিয়ে এই রাজনৈতিক দলটির জন্ম হয়। প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির অধিকার আদায়ের সব আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সারা দেশের ন্যায় আজ শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে, তারই ধারাবাহিকতা ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, এর মধ্যে রয়েছে আজ সূর্যোদয়ক্ষণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা,বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রামগড় উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে সকাল ১০টায় সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর এর সঞ্চালনা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃমোস্তফা হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথী হিসেবে রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ-আলম, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা খাতুন প্রমুখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার প‍্যানেল মেয়র১ মোহাম্মদ শামীম হোসেন, প‍‍্যানেল মেয়র২ কাজী আবুল বশর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল আলম জিকু,সাবেক ছাত্রলীগ নেতা,কাউসাইন হাবীব শোভন, আনোয়ার জাহিদ(ছোটন),নাঈম হাসান নয়ন সহ অন্যান্য
    সহযোগী সংগঠনের উপজেলার সকল স্তরের নেতাকর্মী।

    আরও খবর

    Sponsered content