• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    পূবালী ব্যাংক লিঃ বান্দরবান শাখা’র উদ্যোগে প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ১:৫৪:১৯ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    পূবালী ব্যাংক লিমিটেড বান্দরবান শাখা’র আয়োজনে প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠান ২৪জুন শনিবার সকালে বান্দরবানে অনুষ্ঠিত হয়। প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লি: ডি.জি.এম ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিঃ চট্টগ্রাম ইপিজেড শাখা ব্যবস্থাপক মো:শাখাওয়াত উল্লাহ, বান্দরবান পাহাড়িকা ফিলিং স্টেশনের স্বাধিকারী সুব্রত কান্তি দাশ (ঝন্টু বাবু), বান্দরবান মুদির দোকান ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবু বিমল কান্তি দাশ।

    প্রোডাক্ট ক্যাম্পেইন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিঃ বান্দরবান শাখার ব্যবস্থাপক মো: শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূবালী ব্যাংক লি: শান্তির হাট শাখার সিনিয়র অফিসার মো:ওমর ফারুক ও পূবালী ব্যাংক বান্দরবান শাখার অফিসার মোঃ রিদওয়ান করিম। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লি:বান্দরবান শাখার অন্যান্য অফিসারবৃন্দ।

    অনুষ্ঠানে বক্তব্য ও মতামত প্রদান করেন পূবালী ব্যাংক লি: বান্দরবান শাখার প্রাণ গ্রাহক ও প্রথম শ্রেণির ঠিকাদার মো: কামাল হোসেন (প্রকাশ ল্যাস কালাম), ঠিকাদার উই চিং মারমা, ঠিকাদার মো: জাফর উল্লাহ, ঠিকাদার মো: হাবীব,ঠিকাদার মো: রাশেদ, ঠিকাদার মো: রুবেল, মোজাম্মেল হক লিটন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক মুহাম্মাদ আলী, ইয়াছিনুল হাকিম, ওমর ফারুক’সহ পূবালী ব্যাংকের অন্যান্য সম্মানিত গ্রাহক ও জনসাধরন উপস্থিত ছিলেন।

    বক্তারা পূবালী ব্যাংক লিঃ বিভিন্ন সুযোগ সুবিধা যথাক্রমে স্কুল ব্যাংক কিং, উচ্চ শিক্ষা লোন, কার লোন, হোম লোন, ডিপিএস,স্বাধীন জিপিএস,পাই মোবাইল ব্যাংককিং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং ঠিকাদারগন পে-অর্ডার, ব্যাংক গ্যারান্টি, ব্যাংক লোন বিষয়ে তাদের ভোগান্তি ও তিক্ত অভিজ্ঞতা ও সুচিন্তিত মতামত প্রদান করেন। প্রধান অতিথি ঠিকাদার/গ্রাহকদের প্রশ্নের উত্তর প্রদান করেন, এবং আগামীতে গ্রাহক সেবার মান আরো উন্নত ও সহজ হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পরিশেষে সভাপতি উপস্থিত সকল কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে প্রোডাক্ট ক্যাম্পেইন এর সমাপ্তি ঘোষণা করেন।

    আরও খবর

    Sponsered content