• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    চট্রগ্রামে বাস কাউন্টারে ঘরমুখী মানুষের ভীড়, ভোগান্তি চরমে

      প্রতিনিধি ২৭ জুন ২০২৩ , ৫:৫৯:৪০ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর, চট্রগ্রাম থেকে

    পবিত্র ঈদুল আযহা দোয়ারে কড়া নাড়ছে। তাই এ ঈদে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ী যাচ্ছেন লোকজন। চট্রগ্রামে বাস কাউন্টারে এসে ঘরমুখী মানুষের ভীড় যেন চোখে পড়ার মত। নারী-পুরুষসহ শিশুদের কষ্টের শেষ সীমা ছাড়িয়ে গেছে।

    চট্রগ্রাম বায়োজিদ থেকে থেকে চকরিয়া যাবেন শিক্ষার্থী রায়হান। সে মঙ্গলবার সকাল ৭টায় নগরীর চাঁদগাও বাস কাউন্টারে পরিবহনের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু সে সোদিয়া পরিবহনে টিকেট পেল সকাল ৯টায়। জ্যামের কারনে টিকেটের গাড়ী এসে পৌছলো ৯টা ৪৫ মিনিটে। এভাবে বিভিন্ন এলাকার অসংখ্য যাত্রী বাসের অপেক্ষায় প্রহর গুনছে।

    চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিবহনের চাপ বাড়ছে। তার সাথে যানজট চরম আকার।বর্তমানে বিভিন্ন পরিবহনের হেলপার,চালকসহ কাউন্টার সংশ্লিষ্ট কর্মকতা কর্মচারী ব্যস্ত সময় পার করছে। এখন পরিবহনের ভরা মৌসুম।

    যানযট ও ভীড় এড়াতে আগে-ভাগে যারা বাড়ি ফিরছেন সেসব যাত্রীর দেখা মিলছে টিকিট কাউন্টারে। বিকেল থেকে চট্রগ্রামের শিল্পাঞ্চলের মানুষ ঈদের ছুটিতে ঘরে ফিরবেন।

    দূর্ভোগে পড়া যাত্রীরা জানান, কাউন্টারে এসে দীর্ঘক্ষন পর হাতে টিকেট পেলেও গাড়ী আসতে দেরী হচ্ছে। পরিবার নিয়ে ঈদযাত্রা বিরক্তিকর হয়ে উঠেছে। একদিকে শহরের ভেতরে যানজট, অন্যদিকে যাত্রীদের অতিরিক্ত ভীড়। চাঁদগাঁও ও নতুন ব্রীজের সৌদিয়া,এস আলম, মারছা,পূবরী হানিফ ও শ্যামলী বাস কাউন্টারে একই অবস্থা।

    পবিত্র ঈদুল আযহায় ঘরে ফেরা মানুষ চট্রগ্রাম থেকে ছুঁটতে শুরু করেছেন শেকড়ের টানে। নিরাপদে ঘরে ফিরে ঈদের আনন্দ উপভোগ শেষে আবার কর্মস্থলে ফিরবে মানুষ। এমনটাই প্রত্যাশা সকলের।

    আরও খবর

    Sponsered content