• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় নিরীহ সিএনজি ড্রাইভারকে মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছে পুলিশ ভুক্তভোগী পরিবারের অভিযোগ

      প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ২:৩২:১৫ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম )প্রতিনিধি:-

    চট্টগ্রামের পটিয়ায় মো: নাজিম উদ্দীন চিশতি নামে এক নিরীহ সিএনজি চালককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নাজিম চিশতির পিতা আহমদুল হক অভিযোগ করে বলেন,তার ছেলে নাজিম ২৬ জুন সোমবার রাতে উপজেলার হাইদগাও মা-ফাতেমা দরগা এলাকায় তার শশুর বাড়িতে অসুস্থ শশুর ফোরক আহমদকে দেখতে যান। রাতে শশুর বাড়িতে রাত যাপন করে পরের দিন ২৭ জুন মঙ্গলবার ভোর পাঁচটায় মোটর সাইকেল চালিয়ে আসার পথে ভট্টাচার্য হাট বাজারে তার মোটরসাইকেল পথরোধ করেন পটিয়া থানার এস আই আবু কালাম। দীর্ঘ একঘন্টা আটকিয়ে রাখে। এসময় একটি সিএনজি বোয়ালখালী থেকে ভট্টাচার্য হাট বাজার পৌঁছে দেখে রাস্তায় পুলিশ। ঐ সময় সিএনজি গাড়ি ফেলে ড্রাইভার ও মাদক কারবারি পালিয়ে গেলেও ঐ গাড়ি থেকে ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। নাজিম এর পিতা আহমদুল হকের দাবি এসআই আবুল কালামের যোগসাজশে ঐ মদের মামলায় আসামি করা হয়। সুএে জানাযায়, দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের নয়া বাড়ি এলাকার মৌলানা আহমদুল হকের ছেলে নিরীহ সিএনজি ড্রাইভার মোঃ নাজিম উদ্দীন চিশতি পেশায় একজন সিএনজি ড্রাইভার। এমন অভিযোগ তুলেন মৌলানা আহমদুল হক। তিনি বিষয়টি উর্ধতন পুলিশ প্রশাসন তদন্ত সাপেক্ষে তার নিরীহ সিএনজি চালক ছেলেকে মিথ্যা হয়রানি মামলা থেকে রেহাই দেওয়ার দাবি জানান। এ বিষয় পটিয়া থানা ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ এবং মাদক পাওয়া নাজিম কে গ্রেপ্তার করে পুলিশ।

     

    আরও খবর

    Sponsered content