• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বড়াইগ্রাম – বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ৩:৩০:২৪ প্রিন্ট সংস্করণ

    বেলহাজ উদ্দিন (বাঁধন), বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ

    নাটোরের বড়াইগ্রামে বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বড়াইগ্রাম নামে উপজেলা এবং সকল অফিস আদালত থাকলেও বড়াইগ্রামের মানুষ চারদশক ধরে অবহেলার স্বীকার হয়ে আসছে। বড়াইগ্রামে থানা ও হাসপাতাল ছাড়া কিছুই নেই। উপজেলার নাম বড়াইগ্রাম হলেও দুর্ভাগ্যজনকভাবে সকল অফিস আদালত বনপাড়ায়। এ কারণে বড়াইগ্রামের মানুষ যুগ যুগ ধরে সুষম উন্নয়ন বঞ্চিত হচ্ছে। তাই বক্তারা বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি উপজেলা গঠনের মাধ্যমে চারদশকের এই বৈষম্য দূর করার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে এই কমিটি বড় ধরণের আন্দোলনের ঘোষণা দিবেন বলে জানান।

    বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আমিনুল হক মতিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, পূবালী ব্যাংকের জিএম শাহিন শাহরিয়ার বাবুল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম, সাধারণ বিমা কর্পোরেশনের প্রকৌশলী আবুল কালাম আজাদ, ঢাকা প্রোএ্যাকটিভ হসপিটালের এজিএম রাশেদুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল ইসলাম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content