• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    অন্যের জমিতে মদিনা টাওয়ার নামে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

      মারুফ সরকার,স্টাফ রির্পোটার: ২৩ মার্চ ২০২৩ , ৮:৩০:২৪ প্রিন্ট সংস্করণ

    বৈধ কাগজপত্র ছাড়া অন্যের জমি দখল করে জোয়ার সাহারা মৌজার মানিকদি নামাপাড়াতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক গং এর বিরুদ্ধে। মমতাজ বেগম (৬৬) নামে এক নারীর অভিযোগ, প্রভাব খাটিয়ে তার জায়গাতে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন ।

    মমতাজ বেগম অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক সহ ৬৪ জন মিলে ক্যান্টনমেন্ট থানা এলাকার জোয়ার সাহারা মৌজার ১২০৮৬ দলিলের হোল্ডিং ১৮/৩১২ নম্বরে মদিনা টাওয়ার নামে বহুতল ১০ তলা ভবন নির্মাণ করছেন। ভবনের মাঝখানে আমাদের আড়াই কাঠা জমি রয়েছে । এই জমির উপরেই তারা কৌশলে ভবন নির্মান করছেন । করোনা মহামারির কারণে জমির খোজ খবর না রাখার সুযোগে ইঞ্জিনিয়ার মোজাম্মেল গং মমতাজ বেগমের সীমানার আড়াই কাঠা জায়গাসহ ভবন নির্মাণ করে। পরে এ বিষয়ে প্রতিবাদ করলে, তারা তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি-ধামকি দেয়। এ অবস্থায় বিষয়টি নিয়ে জমির মালিক পক্ষকে একটি পক্ষ কিছু ক্ষতিপূরন নিয়ে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে । তারা ক্ষমতার দম্ভে কিছুই মানছেন না।

    তিনি আরও দাবি করেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক গং ২২৫১৮ দাগের জমি ক্রয় করেন। কিন্তু তিনি ২২৩০৫ দাগের আড়াই কাঠা জমির মধ্যে এসে বহুতল ভবন নির্মাণ শুরু করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়রাও কোনো সমাধান দিতে পারেননি।

    মমতাজ বেগম আরও অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক গং প্রভাবশালী হওয়ায় তার বিষয়ে কেউ হস্তেক্ষেপ করতে চায় না। তাই তিনি জোর করে তাদের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

    অভিযুক্ত ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক বলেন, আমি মাত্র একটি শেয়ারের মালিক এর বেশি কিছু জানিনা । জমির বিষয়ে ইয়াকুব সাহেব বলতে পারবেন আমি কছুই জানিনা । অথচ জমির সামনে মদিনা টাওয়ারের সাইনবোর্ডে মালিকগণের নামের জায়গায় মোজাম্মেল হক গং লেখা রয়েছে ।

    স্থানিয় স্কুল শিক্ষক তুশার পাঠান বলেন,আসলে এই ইয়াকুব একজন ভেজাল মানুষ তিনি মূলত জমির দালালি করেন আর হোমিওপ্যাথি ডাক্তার । তার কাজ হলো নিরিহ লোকজনের পাশে জমি কিনে ভেজাল লাগিয়ে ঐ জমিসহ দখল করা ।

    পরবর্তীতে ইয়াকুব সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কারও জমিতে ভবন নির্মান করিনি,আমাদের জমিতেই আমরা কাজ করছি । আর আপনার কথা আমি রেকর্ডিং করে রাখছি আপনি আমাকে কল দিয়েছেন কেন ? আমাকে যে দালাল বলছে সে দালাল । আমার জীবনে কোনদিন আমি দালালি করিনি , একটা প্রমান দিতে বলেন । আমি হোমিও ডাক্তার ।

    আরও খবর

    Sponsered content