• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮জন ডেঙ্গু রোগী ভর্তি

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৭:২৫:১৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ শিবলী সাদিক রাজশাহী:

    ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। বর্তমানে সেই ওয়ার্ডে ভর্তি আছেন আট রোগী ও আইসিইউতে আছেন একজন।

    আজ বুধবার (৫ জুলাই) সকালে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

    হাসপাতাল পরিচালক বলেন, রামেকে ডেঙ্গু রোগীর চিকিৎসায় খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটিকে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। সেখানে ১৬টি বেড রয়েছে। এরমধ্যে ৮ জন মহিলা ও ৮ জন পুরুষ চিকিৎসা নিতে পারবে। পাশাপাশি একটি বিশেষ চিকিৎসক টিমও রাখা হয়েছে।

    তিনি বলেন, রামেক ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৮ জন চিকিৎসাধীন। এছাড়া ডেঙ্গু ও কিডনির সমস্যা নিয়ে একজন আইসিইউতে ভর্তি আছেন।আক্রান্ত সবাই রাজশাহীর বাইরে থাকেন। ঈদের ছুটিতে বাড়ি এসে তারা জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে স্থানীয়দের কেউই এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি।

    আরও খবর

    Sponsered content