• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ব্রাহ্মণবাড়িয়ায় সহকারীকে নিয়ে দুই রাজমিস্ত্রীর সংঘর্ষ

      ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ২৯ মার্চ ২০২৩ , ২:১১:৪০ প্রিন্ট সংস্করণ

    বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিকচ্ছ গ্রামের নন্দী পাড়া দক্ষিণ এলাকার রাজমিস্ত্রি সর্দার রইচ মিয়া একই গ্রামের লালন মিয়াকে ৫০০ টাকার বিনিময়ে তার অধীনে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করার কথা বলেন। আজ রইচ মিয়ার সঙ্গে কাজে যাওয়ার কথা ছিল লালনের। কিন্তু সকালে লালন তার কাজে না গিয়ে নন্দীপাড়া উত্তর এলাকার রাজমিস্ত্রি সর্দার নান্নু মিয়ার অধীনে কাজ করতে যায়। এতে উত্তেজিত হয়ে নিয়ে নান্নু মিয়ার সঙ্গে রইচ মিয়ার গ্রামের রাস্তায় প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে রইচ মিয়ার লোকজন নান্নু মিয়াকে মারধর করেন মারামারির ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে রইচ মিয়া ও নান্নুর মিয়ার লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রায় গ্রামের চারটি ঘরবাড়ী ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষে আহতের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. আসলাম হোসেন জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content