• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোয়াইনঘাটে শিশু গৃহকর্মী নির্যাতন জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভ

      প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ১২:৪৭:৫০ প্রিন্ট সংস্করণ

    মো.নিজাম উদ্দিন (সিলেট)।

    সিলেটের গোয়াইনঘাটে শিশু গৃহকর্মী মোছা.জান্নাত আক্তার(১৩) নির্যাতনকারীদের গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।গৃহকর্মী জান্নাত নির্যাতনের সাথে জড়িত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স শাহনাজ আক্তার সাবিহাসহ সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সানকীভাঙ্গা নতুন বাজারে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বাসির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই ২০২৩ইং রোজ শুক্রবার বিকাল ৪টায় সানকী ভাঙ্গা নতুন বাজার এলকায় ব্রীজ’র উপর বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন,৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৭নং ওর্য়াডের দিন মজুর হত দরিদ্র মো.জাকির হোসেন খান’র মেয়ে গৃহকর্মী মোছা.জান্নাত আক্তার-কে মধ্যযোগীয় কায়দায় অমানসিক নির্যাতনের সাথে জড়িত সকল আসামীদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রসাশনের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন, ছয় কন্যা সন্তানের জনক দিন মুজুর জাকির হোসেন’র সংসারের অসচ্ছলতা ,দরিদ্রতার সুযোগে নিয়ে তার মেয়ে জান্নাতকে মাসিক ১৫’শ টাকা বেতনে, গৃহপরিচালিকার কাজে সিওমেক হাসপাতালের স্টাফ নার্স জাফলং চৈলাখেল ৮ম খন্ড গ্রামের দুলু মেম্বারের মেয়ে শাহনাজ আক্তার সাবিহা সিলেটের একটি বাসায় নিয়ে যায়। বিভিন্ন সময় পান থেকে চুন খসলেই ওই গৃহপরিচালিকাকে,মধ্যযোগীয় কায়দায় অমানসিক নির্যাতন করে শরীরের বিভিন্ন স্থানে স্টীলের খন্তা গরম করে ছ্যাকা দিব। কিন্তু অভাবের সংসার অসহায় দিন মুজুর বাবার কথা চিন্তা করে কখনো মূখ খোলেনি জান্নাত। জান্নাতের অসহাত্বের সুযোগ নিয়ে শাহনাজ আক্তার সাবিহারা যে অন্যায়,অবিচার এবং অমানসিক নির্যাতন করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতিও আহবান জানান।উলে­খ্য চুরির অপবাদ ও ভাত বেশী খাওয়াসহ বিভিন্ন অভিযোগে গৃহকর্মী জান্নাতের সমস্ত শরীরে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা, মারধর ও অমানসিক নির্যাতনের অভিযোগে গত ৩ জুলাই ২০২৩ই সোমবার সিলেট মেট্রোপলিটন- কোতোয়ালি মডেল থানায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল( সিওমেক) স্টাফ নার্স শাহনাজ আক্তার সাবিহাকে প্রধান আসামী করে আরো ২ জনের নাম উল্লেখ করে নির্যাতিতার বাবা মো.জাকির হোসেন খান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলার আসামীরা হলেন,গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের দুলু মেম্বারের মেয়ে শাহনাজ আক্তার সাবিহা (৩৬) সাবিহার স্বামী পলাশ মিয়া(৩৮) ছোট বোন রেহেনা আক্তার রুমি(২৪) মামলা দায়েরের চার দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

     

     

    আরও খবর

    Sponsered content