• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    বাগমারায় নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৪:৪৩:৩৪ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক,বাগমারা:

    রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমির ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

    নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বিদ্যালয়টির চারতলা একাডেমিক ভবনের নির্মাণ করা হয়েছে। ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার। চারতলা একাডেমিক ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ায় শিক্ষার্থীরা সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে। সংকট হবে না শ্রেণী কক্ষের।

     

    আরও খবর

    Sponsered content