• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বিগত দিনে সকলের সহযোগিতায় ভাল নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ১০:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

    জেলা প্রতিনিধি,মো আছিফ মল্লিকঃ

    ছোট ছোট করেই অন্যায় বড় হয়। প্রার্থীর কোন কর্মীও যদি আইন ভঙ্গ করে, তাহলে তা প্রার্থীর ওপরেই বর্তায়। অতি উৎসাহী কর্মীদের যদি প্রার্থী নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সেই প্রার্থী নির্বাচিত হয়ে কীভাবে জনগণের সেবা করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান । বৃহস্পতিবার পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান। আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনে সুন্দর প্লাটফর্ম তৈরি করা। বিগত দিনে সকলের সহযোগিতায় ভাল নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। আগামী সব নির্বাচন ও মডেল হয়ে থাকবে। ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দীন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা।
    মতবিনিময় সভায় জাতীয় পার্টি জেপি’র বাইসাইকেল প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু, স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক রাজু এবং শাহাবুদ্দিন শাহ বাবুল সহ ৯টি ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

     

    আরও খবর

    Sponsered content