• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    অপরাধ নিয়ন্ত্রণে স্কুল শিক্ষার্থীদের সাথে ওসি শাহ্ কামাল আকন্দের মতবিনিময় সভা অব্যাহত

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৫৩:০৭ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন:

    ময়মনসিংহ নগরীর অপরাধ নিয়ন্ত্রণে ও কিশোর অপরাধ প্রতিরোধে এবং কোতোয়ালি মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা নির্দেশনায়
    নগরীর ও এলাকার বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবণতা,কিশোর গ্যাং প্রতিরোধ ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার , তুচ্ছ ঘটনার প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে সচেতনতা বিষয়ক সভা করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, পিপিএম বার।

    শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতা মূলক অনুষ্ঠানের অংশ হিসাবে ৩রা সেপ্টেম্বর ( রবিবার) নগরীর এডওয়ার্ড ইনস্টিটিউশন স্কুলের মিলনায়তনে বাল্যবিবাহ , ইভটিজিং, নারী নির্যাতন, মাদক সেবনের কুফল ও যৌন হয়রানি সম্পর্কিত সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার)। সভায় তিনি মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবোনতা, ,কিশোর গ্যাং প্রতিরোধে সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। এসময় তিনি আরও বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধে আমাদের জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ১ নং ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ওয়াজেদ আলী ও অত্র স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

    আরও খবর

    Sponsered content