• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঈদগাঁও-ঈদগড় সড়ক নিয়ে রশি টানাটানি, উদ্বেগ উৎকন্ঠায় এলাকাবাসী

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ৩:২১:১৯ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

    কক্সবাজারের ঈদগাঁও আর রামুর ঈদগড় নিয়ে রশি টানাটানি। চরম উদ্বেগ-উৎকন্ঠায় এলাকাবাসী। পাহাড়ি জনপদ নাইক্যংছড়ি,লামা,আলীকদম রামু ও ঈদগাঁও উপজেলার ব্যবসায়ী, শিক্ষার্থী সহ সর্বসাধারণের যাতায়াত অন্যতম মাধ্যম ঈদগাঁও ঈদগড় সড়কটি। থেমে নেই এ সড়কে অপহরণ, ডাকাতিসহ মুক্তিপণের মতই ঘটনা। ঘটল বেশ কটি হত্যাকান্ড। পুলিশ,সংগীত শিল্পীসহ প্রাণ হারালো বহুজন। কিন্তু ডাকাত দের মতো অপরাধী চিহ্নিত করতে না পারায় বেড়ে চলছে উক্ত সড়কজুড়ে অপহরণ এবং ডাকাতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত ডাকাতদের আটক করে আদালতে সোপর্দ করলে জামিনে বেরিয়ে পূনরায় নেমে পড়ে এ হীন ঘটনায়।
    আবার এসব ঘটনা সামালে হিমশিম খেতে হয় রামু ও ঈদগাঁও থানাকে। কটি স্পর্শকাতর এলাকায় ডাকাতি,অপহরণের মত ঘটনা ঘটে থাকলেও প্রত্যক্ষদর্শীও ভুক্তভোগী কেউ কোন মামলা,অভিযোগ না করায় দুই থানার রশি টানাটানিতে অপরাধ প্রবণতা বেড়ে যায় বলে জানান ভুক্তভোগী। সড়কের কজন যানবাহন চালক জানান, ঘটনা ঘটার সাথে সাথে অথবা আগ মুহূর্তে স্থানীয় দুই থানায় খবর দিলে তারা ঘটনাস্থল নির্ণয় করতে করতে ডাকাতি -অপহরণ সংগঠিত হয়ে যায়। পুলিশ আসতে আসতে ডাকাতদল লুট করে গহীন অরণ্যে ঢুকে যায়। তাছাড়া অপহৃতদের ধরে পাহাড় বেষ্টিত যেকোন পাহাড়ে জিম্মি করে মুক্তিপণ দাবি করার সময়ে সঠিক স্থান নির্ধারণ করতে না পারায় দুই থানার পুলিশ কোন ধরনের সহ যোগিতা করে না বলে অভিযোগ করেন ভুক্ত ভোগী পরিবার ।

    জানা যায়, ঈদগাঁও ঈদগড় সড়কের সাত্তারা ঘোনা, হিমছড়ি ঢালা ও রামুর ঈদগড় পানের ছড়া ঢালায় বেশি ডাকাতি ও অপহরণ ঘটনা ঘটে। এ তিন স্পর্শকাতর এলাকায় কোনো ধরনের পুলিশ না থাকায় চলাচলকারীদের যাতায়াত করতে হচ্চে উদ্বেগ উৎকন্ঠা নিয়ে।ঈদগাঁও-ঈদগড় সড়কে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহবান দুই উপজেলার অসংখ্য জনগোষ্ঠির।।

    ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগড় ঢালা নামক এলাকায় মোটরসাইকেল চালিয়ে বাইশারী যাওয়ার পথে রাস্তায় গতিরোধ করে দুই যুবককে অপহরণ করে। পরবর্তীতে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি অপহরণকারী চক্রের। অপহৃত যুবকরা হল- নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের তিতারপাড়ার আবুল কালামের ছেলে নুরুল মোস্তফা ও বাইশারীর লম্বাবিল এলাকার সিদ্দিক আহমদের ছেলে রাশেদুল ইসলাম। এদিকে এ ঘটনায় ঈদগড়,বাইশারী, ঈদগাঁও এলাকার সাধারণ মানুষ চরম উদ্বিগ্ন। তবে স্থানীয়রা ডাকাতি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা, উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চান।

    ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলামের মতে, লোকজন বলে অপহরণ হয়। যেখানে অপহরণের কথা বলা হচ্ছে, সেখানে পুলিশের টহল ছিল রাত ১২টা পর্যন্ত।

    রামু থানা ওসি আবু তাহের দেওয়ান জানান, ডাকাতি, অপহরণ হওয়ার ঘটনাটি তিনি অবগত নয়। তিনি মাত্র রামু থানার ওসির চেয়ারে বসলেন, তাই খোঁজখবর নিয়ে জানানোর কথাও জানান।

    আরও খবর

    Sponsered content