• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ৪:০১:৪৩ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে কেউ নির্বাচনী আচরণ বিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে বলে জানান পার্বত্য জেলা খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান। ১১ জুলাই-২০২৩ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় মানিকছড়ি উপজেলা অডিটোরিয়ামে আসন্ন ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে সমন্বয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। উপজেলা নির্বাচন অফিসার, মো. শওকত আলী চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা নির্বাচন অফিসার, মোহাম্মদ কামরুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম। অন্যান্যদের মধ্যে মানিকছড়ি সার্কেল এ. কে. এম কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এবং সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সাধারণ সদস্য প্রার্থী মো. মহিউদ্দীন ও অংশেপ্রু মারমা অংশে বলেন, এখন পর্যন্ত নির্বাচনী মাঠে সকল প্রার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলেও হঠাৎ কেউ যেন ঘোলাটে করতে না পারে সে দিকে প্রশাসনের সু-নজর কামনা করছি।

    জবাবে প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রার্থীদের নির্বাচনী নানা আচরণ বিধি ও আইন-কানুন সম্পর্কিত তথ্য প্রদান করেন প্রশাসনের কর্মকর্তারা।

    আরও খবর

    Sponsered content