• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক সেনা কমান্ডারের বিদায় সংবর্ধনা

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৩:৪১:০০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হককে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ মে) সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ মিলানায়তনে বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান সদরের ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু, বান্দরবান পরিবারপরিকল্পনার উপ পরিচালক ডা: অং চালু। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, মানবিক ও স্পষ্টবাদী তিনি । বান্দরবানে মানুষ মানুষে সম্প্রীতির বিষয়টি এ ব্রিগেড থেকে হয়েছে। জেলার অনেক সমস্যা দ্রুত সমাধান করেছেন তিনি। যাওয়ার আগে কীভাবে বান্দরবানরে ১১টি জাতির মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা যায় সে বিষয়ে আমাকে পরামর্শ দিয়েছেন যা আগের কোন কমান্ডার করেনি।

    বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, ১১টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি যেন অটুট থাকে সে চেষ্টা করেছি। শান্তির জন্য সবার মাঝে এ সম্প্রীতি অটুট রাখতে হবে। সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে সম্প্রীতি অটুট থাকবে না। জনগণ থেকে সম্পর্কহীন হওয়া যাবে না। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গা,জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,সদস্য শেখ মাহবুবুর রহমান, সদস্য সিং ইয়ং ম্রো, জেলা পরিষদের সদস্য ক্যনে ওয়ান চাক, জেলা পরিষদের সদস্য বাশৈচিং মারমা, জেলা পরিষদের সদস্য সি অং খুমী, জেলা পরিষদের সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মারমা প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবানের জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সেনবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content