• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    রাজশাহী পুঠিয়ায় এজেন্ট ব্যাংক ভাঙচুর ও লুটপাট

      প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ৭:৩০:৩৭ প্রিন্ট সংস্করণ

    মো: আকাশ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি

    রাজশাহী পুঠিয়ায় আওয়ামী লীগের এক অংশের ডাকা বিক্ষোভ সমাবেশের লোকজনের বিরুদ্ধে সিটি ব্যাংকের এজেন্ট অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধায় আড়ানি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান ৯ জুলাই পৌর আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম এহিয়ার ছেলে ও ঝলমলিয়া হাট ইজারাদার নাজমুল ইসলাম সুমনের ওপর সন্ত্রাসী হামলা করা হয়। এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দাদার অনুসারীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

    পরে বিক্ষোভ সমাবেশের লোকজন ঐ এজেন্ট অফিসে ভাংচুর চালান।সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদের ব্যাক্তিগত দপ্তরত ভাঙচুর করেন। এ ব্যাপারে আহসানুল হক মাসুদ বলেন দারার নির্দেশে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক আব্দুল সামাদের নেতৃত্বে বিক্ষোভকারীরা আমার ব্যাক্তিগত দপ্তর এবং আমার ভাইয়ের ব্যাবসা প্রতিষ্ঠান সিটি ব্যাংকের এজেন্ট অফিস ভাঙচুর চালায়।

    তারা এজেন্ট অফিসের প্রায় ১৫ লাখ টাকা লুট করে নেয়।আব্দুস সামাদ বলেন, কিছু লোক সেখানে গিয়েছিলো।আমরা তাদের ফেরত এনেছি।লুটপাট বা ভাংচুর করা হয় নি

    আরও খবর

    Sponsered content