• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সহায়তা করছে ২এপিবিএন

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৩:৩৬:৩১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক

    ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন), বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে ভিকটিমের দেওয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার জিডি নং-২০০, তারিখ- ০৫/৩/২০২৩ খ্রিঃ, কোতোয়ালী মডেল থানার জিডি নং-৩০৯৯ তাং- ৩১/১২/২০২২ খ্রিঃ, ফুলপুর থানার জিডি নং-৮৮১, তাং- ২১/৯/২০২২ খ্রিঃ, মুক্তাগাছা থানার জিডি নং-৩৪ তাং-০১/০৬/২০২৩ খ্রিঃ, শেরপুর জেলার শেরপুর সদর থানার জিডি নং-১২৬৪ তাং- ২৩/৪/২০২৩ খ্রিঃ, ঢাকা জেলার আশুলিয়া থানার জিডি নং- ১৩৮৩ তাং-২৩/৮/২০২৩ খ্রিঃ সমূহ সংগ্রহ করা হয়। সংগৃহীত জিডির ভিত্তিতে এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার উন্নত প্রযুক্তির সহায়তায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার সেল কর্তৃক ১।TECNO 4 POVA, ২।POCO M 3, ৩।VIVO Y 20, ৪।C 25 S, ৫।REDMI A.1+ ৬। REALME C 25Y সহ সর্বমোট ০৬ (ছয়) টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এর অধিনায়ক মহোদয়ের অনুমতিক্রমে ইং ১৩/৭/২০২৩ তারিখ প্রকৃত মালিকগনের নিকট হস্তান্তর করা হয়।

    আরও খবর

    Sponsered content