• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বাগমারায় সরকারি গাছ কেটে ফেলায় ইউপি সদস্য কাজেমের বিরুদ্ধে অভিযোগ

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ৪:৫২:৪৫ প্রিন্ট সংস্করণ

    মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

    রাজশাহী বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজেম উদ্দিনের বিরুদ্ধে বিপুল পরিমাণ মূল্যবান সরকারি গাছ বিনা অনুমতিতে কর্তন করে ভোগদখল করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছগুলোকে কোন সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূতভাবে আত্বসাৎ করার জন্য কতৃপক্ষের অনুমতি ছাড়া কাটা হয়েছে। স্থানীয়রা আরো জানান, জয়পুরা গ্রামের রাস্তার ধারে প্রায় ১৫-২০টি নিম ও ইউক্যালেকটর মূল্যবান গাছ ছিল যেগুলো সরকারি এলজিইডির রোপণ করা। কিন্তু নিজে ভোগ করতে নিজের লোক সাজিয়ে মিথ্যে জনদুর্ভোগ সৃষ্টি করে ইউপি সদস্য কাজেম উদ্দীন কেটে ফেলেছে। সেগুলোর মূল্য ছিল প্রায় ৩,৫০,০০০টাকা। নিজের অপরাধ ধামাচাপা দেয়ার জন্য প্রথমে কৌশল খাটিয়ে কাটা গাছ গুলোর দায় ইউপি চেয়ারম্যানকে দিলেও পরক্ষণে ধরা পড়ে ইউপি সদস্য কাজেম উদ্দীন। মূলত এই গাছগুলো দিয়ে তিনি ঘরের আসবাবপত্র তৈরি করতে এবং চড়া দামে বিক্রি করতে কেটেছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, ওখানে গাছ কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। এটা গুরুতর অপরাধ,সে যেই হোক যদি কেউ কেটে থাকে তবে তার কঠোর শাস্তি হওয়া উচিত। এ ঘটনায় ইউপি সদস্য কাজেম উদ্দীন বলেন, আমি গাছ কাটার ব্যাপারে অস্বীকার করছি না। আমি জনগণের ভোগান্তি দূর করার জন্য গাছ গুলো কেটেছি। কাটা গাছের পরিমাণ জিজ্ঞাসা করলে তিনি রহস্যজনকভাবে কম গাছের কথা উল্লেখ করে কৌশলে এড়িয়ে যান। এ বিষয়ে এলজিইডি ও উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য নিয়ে নিউজে আসছে।

    আরও খবর

    Sponsered content