• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    ঈশ্বরদীতে রোগীর স্বজনকে পিটালেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. শামিম

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৭:১২:৪৮ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার; মোঃ মেহেদী হাসান

    পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামিম কর্তৃক এক রোগীর স্বজনকে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঐ স্বজন শরিফ হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী দক্ষিন পাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ঐ স্বজন বলেন, আমার চাচি শারীরিক ভাবে অসুস্থ থাকায় রবিবার দুপুরে তার সাথে আমি হাসপাতালে আসি। এসময় আমাকে দেখেই দৌড়ে আসেন চিকিৎসক ডা.শামীম। ডা. শামীম বলেন রুগি ক্লিনিকে না নিয়ে হাসপাতালে নিয়ে এসেছিস কেন? তুই কেন হাসপাতালে ঢুকেছিস বলে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সকলের সামনে আমাকে চরথাপ্পর মারতে মারতে বাহিরে বের করে দেন ডা. শামীম। একজন চিকিৎসক হিসেবে তার ব্যবহারে আমি হতবাক হয়ে পড়ি এবং তাকে সম্মান দেখিয়ে তাৎক্ষনিক আমি সেখান থেকে চলে আসি।
    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শামিম বলেন, শরিফ স্থানীয় একটি ক্লিনিকের স্টাফ। সে কয়েকদিন যাবৎ অযথা ঘোরাফেরা করে হাসপাতালের পরিবেশ নষ্ট করছিলো। তাকে চলে যেতে বললে সে যায়নি, পরে তাকে চর থাপ্পর মেরেছি। এটা নিউজ করার কোনো বিষয় না। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সকল ঔষুধ কোম্পানির বিপণন প্রতিনিধি ও ক্লিনিক স্টাফদের নোটিশ দিয়ে হাসপাতালের ভেতর প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। শুনলাম তারপরও শরিফ হাসপাতালে প্রবেশ করেছে। এ নিয়ে শামীমের সাথে তার কথাকাটাকাটির এক পর্যায়ে শামীম তাকে চড় থাপ্পর মেরেছে। তবে একজন চিকিৎসক হিসেবে মারধরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি।

    আরও খবর

    Sponsered content