• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    গোবিন্দগঞ্জের ইউএনও’র নম্বর ক্লোন করে প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি

      প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৪:০৭:৩৭ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে

    প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘উপজেলা প্রশাসন গোবিন্দগঞ্জ’ নামের অফিসিয়াল ফেসবুক আইডিতে সবাইকে সচেতন করতে একটি পোস্ট দেন,গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন । তিনি পোস্টে লেখেন, উপজেলা নির্বাহী অফিসার গোবিন্দগঞ্জের দাপ্তরিক ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ০১৭৬২- ৬৯৫০৭২ টি ক্লোন করে বিভিন্ন প্রকল্প বা সুবিধা প্রদানের কথা বলে অর্থ দাবী করা হচ্ছে। এ বিষয়ে কোন প্রকার তথ্য প্রদান করা বা আর্থিক লেনদেন না করার জন্য সকলকে সতর্ক করা হলো বলে জানিয়েছেন তিনি।এবিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন জানান, বিভিন্ন প্রকল্প বা সুবিধা প্রদানের কথা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করেন দুর্বৃত্তরা। পরে আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ফেসবুকে দেই সবাইকে সতর্ক করতে।

    আরও খবর

    Sponsered content