• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    বিশিষ্ট ক্রীড়ানুরাগী সাতক্ষীরার জি. এম. সিরাজুল ইসলাম ক্রীড়াঙ্গনে অবদান রেখে চলেছেন

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৭:৪৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    জি. এম. সিরাজুল ইসলাম যার পুরো নাম গাজী মো. সিরাজুল ইসলাম সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে এক অনন্য নাম। ১৯৭২ সালের ৩ ডিসেম্বর সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ায় গাজী পাড়ায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম করেন। তার পিতা জোবেদ আলী গাজী, মাতা রাশিদা বেগম, দু’জনই বর্তমানে প্রয়াত। তিনি ৩ ভাই, ৪ বোনের মধ্যে ৬ তম।

    এই বিশিষ্ট ক্রীড়ানুরাগী, আঞ্চলিক ক্রীড়া ভাষ্যকার ও ক্রীড়া সংগঠক ১৯৮০ পর্যন্ত মাঝ পারুলিয়া প্রাইমারি স্কুলে পড়াশোনা করে ছিলেন, ১৯৮০-১৯৮৬ থেকে পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয় পড়াশোনা করেন ১৯৮৭ সালের মেট্রিক পরীক্ষা দেন, ১৯৮৮ থেকে ১৮৮৯ পর্যন্ত সখিপুর সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ, এইচ. এস. সি. পড়াশোনা করেন এবং ১৯৯০ থেকে ১৯৯৩ পর্যন্ত কালিগঞ্জ ডিগ্রি কলেজে পড়াশোনা করেন।

    ছোট বেলা থেকে বিভিন্ন খেলায় তিনি পারদর্শী ছিলেন, যেমন ফুটবল-ক্রিকেট তেমনি ব্যাডমিন্টন-ভলিবল, সাথে হাই স্কুল এবং কলেজ লেভেলে অ্যাথলেট প্রতিযোগিতায় তিনি বহু পুরস্কার পেয়ে ছিলেন, দীর্ঘদিন পারুলিয়াসহ সাতক্ষীরা সাতক্ষীরার বিভিন্ন ক্লাবসহ সাতক্ষীর স্টেডিয়ামে এ ডিভিশন ও প্রিমিয়ার লীগে অংশ নেয়, বেশ কয়েক বছর ফুটবলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্লাব হয়ে অংশ নিয়ে থাকে, দীর্ঘদিন দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিয়ে ছিলেন-ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে ছিলেন।

    ১৯৯৮, ২০০০ এবং ২০০১ এ তিন বছর ব্যাডমিন্টনের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়, একবার জাতীয় পর্যায়ে সুযোগ পেয়ে ছিলেন তিনি, ভলিবলেও তিনি অনেক ভালো খেলতেন, জাতীয় লেভেলের খেলোয়ারদের সাথে বড় বড় টুর্নামেন্ট বহুবার খেলেছেন, তারপর থেকে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়েন টানা ১০ বছর ঔষধের দোকান পরিচালনা করেন ২০১০ পর্যন্ত।

    তারপর কাটার ব্যবসার সাথে জড়িয়ে পড়েন দীর্ঘ ২০ বছর, বর্তমানে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব ও ওরিয়ান ক্লাবের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং একটি একাডেমি পরিচালনা করেন সাথে বর্তমানে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে কমেন্টিতে আঞ্চলিক ভাবে এক অনন্য নাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির BlSCA এর একজন কর্মকর্তা।

    বর্তমানে তিনি ব্যবসায়িক কাজের পাশাপাশি কমেন্ট্রি,, আবৃত্তিসহ লেখালেখির হাতটিতেও বেশ অভিজ্ঞ, ইসলামের উপর, ধর্মীয় অনুভূতি অনেক বেশি রয়েছে তার। তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে নিয়ে সকলের দোয়ায় আল্লাহর ইচ্ছায় সুখে আছেন তিনি। তার জন্য সবাই দোয়া করবেন।

    আরও খবর

    Sponsered content