• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইলেএ কাপড়ের কারখানায় আগুন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেএতে। ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৩:২৫:০২ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি ঝুট কাপড়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। শুক্রবার (২১ জুলাই) দুপুর ২.৩০মিনি দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের লোকেরা জানান, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে কারখানাটিতে আগুন লাগে। কারখানার মালিকপক্ষের আতিকুজ্জামান ভূঁইয়া সুমন জানান, কিভাবে আগুন লেগেছে তা তিনি জানা যায়নি।তবে অগ্নিকাণ্ডে তার কমপক্ষে ২০/২১লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুস সামাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content