• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি কক্ষে গড়ে ওঠেছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ জাদুঘর

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ৭:৪৯:৪৭ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি কক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ জাদুঘর গড়ে তোলা হয়েছে। আর এ জাদুঘরের পরিকল্পনা গ্রহণকারী ও বাস্তবায়নকারী হলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

    ১২শ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন কক্ষটিতে ৮ টি কংক্রিটের ওয়াল, ৩টি স্ট্রিং ওয়াল, ৩টি বোর্ড ওয়াল ও ২ টি স্মৃতি স্মারক শোভা পাচ্ছে। এছাড়া এখানে রয়েছে ১৯৪৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনাবলীর ৩০০ স্থির চিত্র, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন ও সোনার বাংলা। বঙ্গবন্ধু সম্পর্কিত বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী, রাষ্ট্রীয় স্মারক, মুক্তিযুদ্ধে ব্যবহৃত ৩০৩ রাইফেল, হ্যান্ড গ্রেনেড, রাজারবাগ পুলিশ লাইনসে একাত্তরের ২৫ মার্চে ব্যবহৃত বেতার বার্তা প্রেরণ যন্ত্র প্রভৃতি। বঙ্গবন্ধু ও বহির্বিশ্ব, ৭ মার্চের ভাষণ ও স্বীকৃতি, স্বাধীকার থেকে স্বাধীনতা, থমকে যাওয়া উন্নয়ন, মহান মুক্তিযুদ্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের অবদান এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা। যা দেখতে বা জানতে নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ নিয়মিত ভীড় জমাচ্ছে।
    চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোসেন জানান, ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর বংশ পরিচয়, ছোটবেলা, ছাত্রজীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, বিশ্ব নেতাদের সাক্ষাৎকারের অমূল্য ছবি স্থান পেয়েছে এ গ্যালারীতে।
    চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ, মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এ অর্জিত স্বাধীনতা। এর পেছনে রয়েছে জাতির পিতার কর্মকাণ্ড, এ জাতির পিতা আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার ডাকে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারই আলোকে বিভিন্ন কর্মকান্ড এ জাদুঘরে তুলে ধরা হয়েছে।

    আরও খবর

    Sponsered content