• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের মানববন্ধন

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ১২:১৬:৩১ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধ কর, নিরবিচ্ছিন্ন বিদ্যৎ সরবরাহ কর।শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর।

    শিক্ষা উপকরণের দাম কমাও। পুনঃভর্তি বাতিল করার দাবিতে
    গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল গাইবান্ধা জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ জুলাই) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেটে মানববন্ধন অনুুষ্ঠিত হয়।

    এসময় মানববন্ধনে বক্তব্যে রাখেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা, সাগর মিয়া, রিজু মিয়া, সংগতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সংগঠক সবুজ মিয়া প্রমুখ।

    বক্তারা বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। সামনে এইচ এস সি পরীক্ষা, ছাত্র/ছাত্রীরা প্রচন্ড গরমে পড়াশুনা করতে পারছেনা। কাগজ-কলম-বই এর মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ফরমফিলাপ ও পুনঃভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ফলে শ্রমজীবি-নিম্নআয়ের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পরেছে। নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যৎ সরবরাহ করার দাবী জানান।তারা শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্দোগ দাবী করেন। শিক্ষা উপকরণের দাম কমানোসহ পুনঃভর্তির নিয়ম বাতিল করার দাবীতে ঐক্যবদ্ধ ছাত্র আান্দোলন গড়ে তোলার জন্য সকল ছাত্র/ছাত্রীদের প্রতি আহবান জানান বক্তৃতারা।

    আরও খবর

    Sponsered content