• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিনোদন

    দংশের মুখে বাউল ও আঞ্চলিক গান

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ১২:৫৫:৩৫ প্রিন্ট সংস্করণ

    রাসেল রহমান বিশ্বনাথ প্রতিনিধি:

    হারিয়ে যাচ্ছে বাউল ও আঞ্চলিক গান ও বাংলা গানের সুর। আঞ্চলিক গান ,বাউল,মুর্শেদী, পুরোনো দিনের কিৎসা ও বাংলা গানের সুর হারাতে বসেছে। আজকে সবাই পাশ্চ্যত্যের দিকে ঝুকে পড়েছে। হিন্দি , ইংরেজি ও ব্যান্ড সংগীত যেন আজ নিত্য সঙ্গি। বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাস হারিয়ে যাচ্ছে। বাংলাভাষায় আঞ্চলিক গান,বাংলা গান ,মরমি সুফিসাধকের গান ভার্টিয়ালী , মুর্শেদী এ ধরনের গান নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা। বাংলার এ গানের ঐতিহ্যকে লালন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের নাই কোন প্রশিক্ষণ নাই কোনো আয়োজন। কিভাবে টিকে থাকবে বাংলার ইতিহাস ঐতিহ্য সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আজ বাংলা গান বাউল গান বিলুপ্তির পথে। মাজার,মঞ্জিলে,নেই কোন গানের শৃঙ্খলা, প্রকৃত বাউল শিল্পীদের নেই পর্যাপ্ত সম্মাননা, বাউল গানের নামে হচ্ছে নিত্য গান,যাএা পালার মতো অশৃংখল পরিবেশ, গানের অনুষ্ঠানে মারামারি, সেবন করা হয় মদ,গাঁজা, ইয়াবা,ফেনসিডিল সহ মাদক দ্রব্য,ও গানের আড়ালে চলে দেহ ব্যাবসা

    যানা যায় সিলেটর সংগীত অঙ্গণে বেশ বড়সড় একটি দালাল চক্র কাজ করছে মেয়ে শিল্পী নিয়ে সিলেট সহ বিভিন্ন জেলা থেকে গানের মেয়ে শিল্পী কে ভাড়া করে নিয়ে এসে যুক্ত করে অপকর্মে এতে সর্বশ হারাচ্ছে যুবসমাজ দংশ হচ্ছে বাউল গান ও আঞ্চলিক গান, শহরে কিছু গান হচ্ছে যা কৃত্রিম তেরি। তা শুধু মাত্র বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ও টিকটকের জন্যই দুই তিন লাইনের জন্য তেরি হয়। এটা মানুষের মনে আকর্ষণ করে না।

    বরং বিরক্তিকর অনুভব করেন এম, এ একাডেমি ইউকের চেয়ারম্যান গীতিকার মোহাম্মদ আছাব আলী বলেন, বাউল ও আঞ্চলিক গান যে হারিয়ে যাচ্ছে এতে করে সরকার ও বিভিন্ন অঙ্গসংগঠনের সহযোগিতা ও প্রশাসনের নজরদারি করা প্রয়োজন।

    আরও খবর

    Sponsered content