• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    সাদুল্লাপুরে দূর্গা পূজায় নিরাপত্তা নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ১:০৯:০৪ প্রিন্ট সংস্করণ

    শেখ নাসির আহমেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

    গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দূর্গা উৎসবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সাদুল্লাপুর থানা উদ্যোগে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

    সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম এঁর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ‘ এ ‘ সার্কেল ধ্রুব জ্যোতির্ময় গোপ (বি পি এম – সেবা)। সাদুল্লাপুর থানার এস আই (নিঃ) মোঃ জসীম উদ্দীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফজিলা খাতুন প্রমুখ।

    এসময় প্রধান অতিথি উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১০৮টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৬৬৬টি জন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা যেনো নির্বিঘ্নে তাদের পূজার্চনা করতে পারে সে জন্য সকলকে সতর্কতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    এক্ষেত্রে সকল পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তার স্বার্থে সি সি ক্যামেরা নিশ্চিত করার জন্য আহবান জানান তিনি।

    শেষে নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের হাতে সরঞ্জামআদি তুলে দেয়া হয়।

    আরও খবর

    Sponsered content