• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে ৩০০পিস ইয়াবা জব্দ, পুলিশের মোটরসাইকেলসহ ব‍্যবসায়ী আটক

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ১২:২৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিনিধি

    যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে অভয়নগর উপজেলা থেকে ৩০০পিস ইয়াবাসহ অভয়নগর থানায় কর্মরত পুলিশের এক এএসআই এর ব্যবহ্নত মোটরসাইকেল ও মাদক ব্যবসায়ী সোহেল রানা(৩৯) নামে একজনকে গ্রেফতার করেছেন যশোর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত শুক্রবার বিকাল আনুঃ ৩.৫০ মিঃ সময় উপজেলার নওয়াপাড়া গরুহাট এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ধোপাদী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। এবিষয়ে যশোর গোয়েন্দা পুলিশের এএসআই আজাহারুল ইসলাম বাদি হয়ে ২জনকে আসামি করে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নওয়াপাড়া গরুহাট এলাকায় অভিযান চালানো অবস্থায় ওই মাদক ব্যবসায়ী সোহেলকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ ০১টি লাল রংয়ের ইয়ামাহা মোটরসাইকেল যার রেজিঃ নং যশোর-ল- ১১-৫২৫৬, যার চ্যাসিস নং ME145S079B2017833, যার ইঞ্জিন নং 45S7017974 মোটরসাইকেল জব্দ করা হয়। গোপন সূত্রে জানা গেছে, ওই মাদক ব্যবসায়ীর ব্যবহ্নত মোটরসাইকেলটি দীর্ঘদিন আনুঃ ১বছর যাবত অভয়নগর থানায় কর্মরত এএসআই শহিদুল ইসলাম ব্যবহার করছেন। ফলে জনমনে প্রশ্ন একজন মাদক ব্যবসায়ীর কাছে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল কি ভাবে উদ্ধার হয়? আর সেই মোটরসাইকেলে মাদকও ব্যবসা করা হয়, এই ঘটনায় উপজেলার অনেকে বিস্মিত হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার এএসআই শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, ওই মোটরসাইকেল আমার না আটককৃত মাদক ব্যবসায়ীর, এলাকার সবাই আপনাকে ওই বাইক চালাতে দেখেছে প্রশ্ন করলে তিনি বলেন, আমি ওই মোটরসাইকেল চালিয়েছি এবং আমার নিজের গাড়িও চালিয়েছি, ওই মাদক ব্যবসায়ীকে আমি আটক করতে চেয়েছিলাম কিন্তু আমার আগে ডিবি পুলিশ আটক করেছে। এবিষয়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই আজাহারুল ইসলাম বলেন, ৩০০পিস মাদকসহ একজনকে আটক করা হয়েছে, আর বাইক সম্পর্কে আমাদের টিম অফিসার আবু হাসান স্যার বলতে পারবে, আপনারা তার সাথে কথা বলুন। এব্যাপারে গোয়েন্দা শাখার এসআই আবু হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি শুনেছি এএসআই শহিদুল ইসলাম গাড়িটি ব্যবহার করতেন, এখন এই মাদক ব্যবসায়ীর কাছে কি ভাবে বাইক পাওয়া গেলো বলতে পারবোনা, এর আগেও এই বাইকসহ ওই মাদক ব্যবসায়ী আটক হয়েছিলো, বিষয়টি আমি ওসি স্যারকে জানিয়ছি, ওসি স্যারের নির্দেশে বাইক জব্দ করা হয়েছে, এখন মালিকানা যাচাই এ যে ব্যবস্থা হয় তাই হবে, বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে বলা যাবে।

    আরও খবর

    Sponsered content