• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    অভয়নগরে স্মার্ট ফোনে আসক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে যুবসমাজ

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ২:০০:২৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগর উপজেলায় স্মার্ট ফোনে আসক্তির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে যুবসমাজ। একদিকে মোবাইলে আসক্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে যুবক-যুবতীরা অন্যদিকে মেধা শুন্য হচ্ছে ছাত্র সমাজ। ছাত্রছাত্রীরা পড়ার টেবিলে পড়তে না বসে স্মার্ট ফোন ব্যবহারে মগ্ন। ফলে মাদকাসক্তির চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে স্মাট মোবাইল ফোনে আসক্তি। যে কারণে শিক্ষার্থীরা পড়া লেখা অনেকটাই ছেড়ে দিয়েছে। রাস্তা-ঘাটে ও মাঠে স্কুল কলেজের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে মোবাইল ফোন ব্যবহার করছে। করোনাকালীন সময়ে অনলাইন পাঠকে কেন্দ্র করে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বর্তমানে পড়াশুনা না করে গেমস খেলে সময় অপচয় করছে তারা। এছাড়া, ইন্টারনেটে বিভিন্ন পর্ণ সাইট দেখে তারা বিপথগামী ও মেধা শুন্য হচ্ছে। এ অবস্থায় তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। সন্তানদের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে অভিভাবকগণ শংকিত হয়ে পড়ছে। স্মার্টফোন থেকে যে নীল রেডিয়েশন ছড়ায়, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি মস্তিষ্ক বিকাশেও মারাক্তক ক্ষতি করছে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে পড়াশুনায় অমনোযোগি, মেজাজ খিটখিটে, ক্ষুুধামন্দাসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে।স্মার্টফোন ব্যবহারে শিক্ষার্থীদের মেধাশক্তি কমে যাচ্ছে। দেখা গেছে এক জন শিক্ষার্থী দিনে সাত থেকে আট ঘন্টা বা তারও বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করছে। এভাবে যদি মোবাইল ফোনের পিছনে সময় দেয়, তাহলে পড়ালেখা করার সময় কোথায়? শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে, না পারলে এর প্রভাব পড়বে গোটা জাতির উপর। গবেষকদের মতে স্মার্টফোনের সুবিধা থাকলেও এটি শিক্ষার্থীদের পড়াশুনার মনোযোগ নষ্ট করে দেয়। এতে এমনভাবে আসক্ত হয়ে পড়ে, যা মাদকাসক্তির চেয়েও ভয়ঙ্কর। এর ফলে শারিরীক সমস্যা হচ্ছে। তাছাড়া, এটি ব্যবহারে হার্ট এ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে। স্মার্টফোনের ব‍্যবহার বাল‍্যবিবাহ বৃদ্ধিসহ প্রেমে জটিলতায় ঘরপালানো ও আত্মহত্যার মত ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করতে হবে, এটি করতে পারলে এর আসক্তি থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে। অভিভাবকদের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কাজে আগ্রহী করে তুলতে হবে। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে প্রথমে অভিভাবকদের গুরুত্বপুর্ণ ভুমিকা পালণ করতে হবে। এর জন্য সন্তানদের সময় দিতে হবে এবং তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে স্মার্টফোনের ব্যবহার কমাতে হবে। এবিষয়ে উপজেলার সচেতন মহলের একাধিক ব্যক্তি জানিয়েছেন ছোট ছোট ছেলে মেয়েদের স্মার্ট ফোন ব্যবহার বন্ধে সব থেকে বড় ভূমিকা অভিভাবকদের থাকা উচিৎ আমরা এবিষয়ে অভিভাবকদের সচেতন করার জন্য বিভিন্ন কাযক্রম পদক্ষেপ গ্রহন করা উচিৎ, এবং সকল দায়িত্বশীল বাবা মায়ের উচিৎ বাচ্চাদের মোবাইল ফোন থেকে দুরে রাখার চেষ্টা করা।

    আরও খবর

    Sponsered content